আপিলেও বাদ হিরো আলম, বৈধ হতে যাচ্ছেন উচ্চ আদালতে

আপিলেও বাদ হিরো আলম, বৈধ হতে যাচ্ছেন উচ্চ আদালতে

আপিলেও বাদ হিরো আলম, বৈধ হতে যাচ্ছেন উচ্চ আদালতে
আপিলেও বাদ হিরো আলম, বৈধ হতে যাচ্ছেন উচ্চ আদালতে

লোকালয় ডেস্কঃ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীদের আপিলের ওপর  শুনানির প্রথম দিন আশরাফুল ইসলাম আলম ওরফে হিরো আলমের আপিল নামঞ্জুর করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করবেন আলোচিত এ অভিনেতা।

এর আগে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন তিনি। মনোনয়নপত্রে সাধারণ ভোটারদের স্বাক্ষরে গড়মিল থাকার কারণে হিরো আলমের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে বগুড়া জেলা রিটার্নিং কর্মকর্তা ফয়েজ আহমেদ। পরে বাতিল হওয়া মনোনয়নপত্র ফিরে পেতে গত সোমবার (০৩ ডিসেম্বর) নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেছিলেন হিরো আলম।

এরই প্রেক্ষিতে আজ বৃহস্পতিবার (০৬ ডিসেম্বর) নির্বাচন ভবনে ৪৩ নম্বর সিরিয়ালে হিরো আলমের প্রার্থিতা ফিরে পাওয়ার আবেদনের শুনানি হয়। এ সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন। নিজের প্রার্থিতা পক্ষে যুক্তি তুলে ধরেন। তবে শুনানি শেষে নির্বাচন কমিশন তাঁর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেন।

এ ব্যাপারে জানতে চাইলে হিরো আলম বলেন, আগেই বলেছিলাম শেষদিন পর্যন্ত মাঠে থাকবো। কোনো ষড়যন্ত্রে মাঠ ছাড়বো না। আমার মনোনয়নের বৈধতা দেয়নি ইসি। আজই উচ্চ আদালতে আপিল করবো।

উল্লেখ্য, জাতীয় পার্টি থেকে নির্বাচন করতে চেয়েছিলেন হিরো আলম। কিন্তু মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে মনোনয়নপত্র জমা দেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com