আপনার সিম কি ফোরজি নেটওয়ার্কের আওতায় ?

আপনার সিম কি ফোরজি নেটওয়ার্কের আওতায় ?

আপনার সিম কি ফোরজি

আপনার সিম কি ফোরজি নেটওয়ার্কের আওতায় ? ফোরজি ইন্টারনেট প্রযুক্তিতে প্রবেশ করেছে বাংলাদেশ। ফোরজি প্রযুক্তির চালুর ফলে গ্রাহকরা উচ্চগতির ইন্টারনেট সেবা পাবেন। সেক্ষেত্রে মোবাইলে ব্যবহারকৃত আপনার সিমটিও হতে হবে ফোরজি সিম।

আপনার সিমটি ফোরজি কি না তা জানতে হলে নিচের পদ্ধতিগুলো অনুসরণ করতে পারেন।

গ্রামীণফোন : গ্রামীণফোন অপারেটরের সিম ব্যবহারকারীরা *১২১*৩২৩২# ডায়াল করলে ফিরতি এসএমএসে পেয়ে যাবেন তার সিমটি ফোরজি কি না।

রবি : রবি গ্রাহকরা *১২৩*৪৪# ডায়াল করলেই জানতে পারবেন।

বাংলালিংক : বাংলালিংকের গ্রাহকেরা মোবাইল ফোন থেকে 4G লিখে ৫০০০ নম্বরে এসএমএস পাঠালে ফিরতি ম্যাসেজে ফোরজি সিমের বিষয়ে তথ্য পাবেন।

গ্রাহকের সিমটি যদি ফোরজি না হয়, তাহলে তা সংশ্লিষ্ট মোবাইল ফোন অপারেটরের গ্রাহকসেবা কেন্দ্র থেকে পরিবর্তন করে নেওয়ার সুযোগ রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com