লোকালয় ২৪

আন্দোলনে রাজনীতি ঢুকে পড়েছে : ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক চেয়ে স্কুল-কলেজের শিক্ষার্থীরা যে আন্দোলন করছেন, তাতে রাজনীতির অনুপ্রবেশ ঘটেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার সংবাদ মাধ্যমকে তিনি বলেন, ‘একটা যৌক্তিক আন্দোলনে যখন রাজনীতির অনুপ্রবেশ ঘটে, তখন উদ্বিগ্ন হতে হয়। বারবার খবর আসছে যে, এই আন্দোলনে রাজনীতি ঢুকে গেছে।’

রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে যারা আন্দোলনে ঢুকে গেছেন, তাদেরকে কেনো আইনের আওতায় নেয়া হচ্ছে না, এমন প্রশ্নে ওবায়দুল কাদের বলেন, ‘সরকার দূর থেকে সব পর্যবেক্ষণ করছে। সবার ভূমিকা অবলোকন করা হচ্ছে। পুলিশ ও গোয়েন্দা সংস্থা এ বিষয়ে তথ্য সংগ্রহ করছে। এর মধ্যে প্রধানমন্ত্রী বলেছেন, ছোট ছোট বাচ্চাদের উপর কোনো দমনমূলক পদক্ষেপ নেয়া যাবে না।’

এ সময় ওবায়দুল কাদের দাবি করেন, সরকার শিক্ষার্থীদের সব দাবি মেনে নিয়েছে। এ সময় তিনি জানান, শহীদ রমিজ উদ্দিন কলেজের সামনে আন্ডারপাস নির্মাণ করা হচ্ছে। ইতোমধ্যেই আন্ডারপাসের নকশা চূড়ান্ত করা হয়েছে এবং সেনাবাহিনীকে তা নির্মাণের দায়িত্ব দেয়া হয়েছে।

কাদের বলেন, ‘টেন্ডার ছাড়াই সেনাবাহিনীকে আন্ডারপাস নির্মাণের দায়িত্ব দেয়া হয়েছে। এতে কাজটি দ্রুত শেষ হবে এবং কোনো জটিলতা থাকবে না।’