লোকালয় ২৪

আন্তর্জাতিক সম্পর্ক সুন্দরী প্রতিযোগিতা নয়, ট্রাম্পকে ইরান

আন্তর্জাতিক ডেস্ক : নতুন করে মার্কিন নিষেধাজ্ঞা ঘিরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফের বাগযুদ্ধ যেন থামছেই না। এবারতো রীতিমতো ট্রাম্পের আগের পেশা নিয়ে খোঁচা দিলেন জারিফ।

মঙ্গলবার এক টুইট বার্তায় ট্রাম্প লিখেছিলেন, বিশ্বের যেসব কোম্পানি ইরানের সঙ্গে বাণিজ্য করবে, তারা আমেরিকার সঙ্গে বাণিজ্য করতে পারবে না। তিনি দাবি করেন, বিশ্ব শান্তি প্রতিষ্ঠাই তার এ পদক্ষেপের লক্ষ্য।

প্রতিক্রিয়ায় জারিফ পাল্টা টুইটে লিখেন, ‘মার্কিন একক আধিপত্যবাদের সামনে গোটা বিশ্ব যে ক্লান্ত হয়ে পড়েছে, ক্যাপিটাল লেটারের আত্মগৌরবমূলক টুইট বার্তা দিয়ে এই বাস্তবতায় কোনো পরিবর্তন আনা যাবে না।’

তিনি লিখেন, ‘আমেরিকার ব্যবসা বন্ধ করে দিয়ে দেশটির এক লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ নষ্ট করে ফেলা তারা মানতে পারে, কিন্তু আবেগতাড়িত টুইট বার্তা বিশ্বের কেউ মেনে নেবে না। ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়া ও চীনসহ নিজের বাণিজ্যিক অংশীদারদের কাছে জিজ্ঞাসা করে দেখতে পারেন।’

এবার রীতিমতো ট্রাম্পর আগের সুন্দরী প্রতিযোগিতা আয়োজনের পেশার প্রসঙ্গ টেনে ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিক সম্পর্ক কোনো সুন্দরী প্রতিযোগিতা নয় যে, তা দিয়ে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করে ফেলা যাবে। আর বিশ্বে এই প্রথমবারের মতো একজন যুদ্ধবাজ ব্যক্তি একথা বলছেন না যে, তিনি বিশ্বে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে যুদ্ধ বাঁধিয়ে দিতে চান।’

উল্লেখ্য, ২০১৫ সালের জুলাই মাসে ইরানের সঙ্গে পরমাণু সমঝোতা সই করেছিল যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, চীন ও রাশিয়া। কিন্তু ইসরায়েলের চাপে গত মে মাসে এই সমঝোতা থেকে একতরফাভাবে বেরিয়ে গিয়ে তেহরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র।