সংবাদ শিরোনাম :
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করুন : প্রধানমন্ত্রী

আন্তরিকতার সঙ্গে দেশসেবা করুন : প্রধানমন্ত্রী

আন্তরিকতার সঙ্গে দেশসেবা করুন : প্রধানমন্ত্রী

লোকালয় ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘জাতির পিতা দেশ স্বাধীন করে গেছেন। তাঁর স্বপ্নের সোনার বাংলাদেশ যেন গড়তে পারি, তার জন্য আপনাদের সহযোগিতা চাই। আমি আপনাদের কথা দিতে পারি, দল-মত নির্বিশেষে যাঁরাই নির্বাচিত হয়েছেন, তাঁরাই কিন্তু নিজ নিজ এলাকায় উন্নয়নের জন্য কাজ করতে পারবেন। সে সুযোগ আমরা সৃষ্টি করেছি। আন্তরিকতার সঙ্গে দেশসেবা করুন।’

 

আজ বৃহস্পতিবার গাজীপুর সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

প্রধানমন্ত্রী বলেন, ‘স্বল্পোন্নত দেশকে উন্নয়নশীল দেশে উন্নীত করতে সক্ষম হয়েছি। মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে। দারিদ্র্য হ্রাস পেয়েছে।’

 

গাজীপুর সিটি করপোরেশনের নবনির্বাচিত জনপ্রতিনিধিদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী জানান, তাঁর সরকার সব এলাকার সমউন্নয়নে বিশ্বাসী। তিনি বলেন, ‘কাজেই দল-মত নির্বিশেষে যাঁরাই নির্বাচিত হয়েছেন, আপনারা এলাকার মানুষের জন্য কাজ করতে পারবেন। আমরা পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে সে সুযোগ সৃষ্টি করেছি।’

 

বার্তা সংস্থা বাসস জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেয়র মো. জাহাঙ্গীর আলমের এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন। স্থানীয় সরকার বিভাগের সচিব জাফর আহমেদ খান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

 

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং গাজীপুরের রাজনৈতিক নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

নবনির্বাচিত মেয়র এবং ৭০ জন কমিশনার এদিন শপথ গ্রহণ করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com