আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন মোদি

আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন মোদি

আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন মোদি
আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন মোদি

আন্তর্জাতিক ডেস্কঃ জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করা এবং লাদাখকে বিচ্ছিন্ন করে দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল তৈরির বিষয়টি ব্যাখ্যা করতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আজ বৃহস্পতিবার স্থানীয় সময় বিকাল ৪টায় (বাংলাদেশ সময় সাড়ে চারটা) তার এই ভাষণ দেয়ার কথা রয়েছে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। এর আগে মোদি শেষবার জাতির উদ্দেশে প্রধানমন্ত্রী ভাষণ দিয়েছিলেন গত ২৭ মার্চ। সেদিন ভারতের উপগ্রহ ধ্বংসকারী ক্ষেপণাস্ত্র (এ-স্যাট) প্রদর্শন উপলক্ষে দেশবাসীর উদ্দেশে তিনি বার্তা দিয়েছিলেন।

প্রসঙ্গত, গত মঙ্গলবার সংবিধানের ৩৭০ ধারা অনুসারে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করার প্রস্তাব সমর্থন করে সংসদ। একই দিনে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে লাদাখ ও জম্মু কাশ্মীর সৃষ্টির প্রস্তাবেও সমর্থন জানায় ।

এদিকে কাশ্মীর ইস্যুতে বর্তমানে ভারত-পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এরই মধ্যে ভারতের রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে পাকিস্তান এবং নিজেদের দূতকেও ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com