লোকালয় ২৪

আজমিরীগঞ্জ আদালতের অভিযানে বাল্যবিবাহ বন্ধ উভয় পক্ষকে ১৫০০০ টাকা জরিমানা

নিজস্ব প্রতিনিধিঃ হবিগঞ্জ আজমিরীগঞ্জ উপজেলার জলসূখা ইউনিয়নের মাধবপাশা গ্রামে আজ মঙ্গলবার অপ্রাপ্তবয়স্ক মেয়েকে(১৩বছর) বিয়ে দেয়ার প্রচেষ্টার অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ( ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ।

lokaloy24.com

অভিযানে বাল্যবিবাহ নিরোধ আইন ২০০৯ এর ০৮ ধারা মোতাবেক মেয়ের বাবা মোঃ আব্দুর রহমান ও বর মোঃ মমিনুল ইসলাম কে মোট ১৫,০০০ টাকা জরিমানা করেছে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশের মোবাইল কোর্ট। সেই সাথে মেয়ে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দিবে না মর্মে অভিভাবকদের মুচলেকা নেয়া হয়। এছাড়া ভবিষ্যতে বিয়ে পড়ানোর ক্ষেত্রে অধিকতর সতর্ক থাকবে মর্মে কাজী এমদাদুর রহমানও মুচলেকা প্রদান করেন। এসময় এস আই মহসিন কবির এর নেতৃত্বে পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা করেন।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিব ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ জানান, জনস্বার্থে এইধরনের অভিযান অব্যাহত থাকবে।