সংবাদ শিরোনাম :
আজমিরীগঞ্জে সিএনজি কাউন্টার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৫০

আজমিরীগঞ্জে সিএনজি কাউন্টার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৫০

আজমিরীগঞ্জে সিএনজি কাউন্টার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৫০
আজমিরীগঞ্জে সিএনজি কাউন্টার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৫০

আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা ইউনিয়নের দক্ষিণ আটপাড়া গ্রামে সিএনজি (অটোরিকশা) স্ট্যান্ডের কাউন্টার নিয়ে দুইপক্ষের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এঘটনাটি ঘটে।

আহতদের মধ্যে ভিংরাজ মিয়া, সোয়েব মিয়া, রহমত আলী, আজিজুর রহমান, সাইদুর রহমান, সেজুল মিয়া, নজরুল ইসলাম, এলাছ মিয়া, আলমগীর, জোটন মিয়া সহ আরো অনেকেই। তাদেরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিণ আটপাড়া গ্রামের আব্দুল মন্নাফের পুত্র দুধু মিয়া ও হিরন মিয়ার পুত্র ইমান আলীর মধ্যে সিএনজি স্ট্যান্ডের কাউন্টার নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। তাদের পক্ষ নিয়ে আত্মস্বজন লাঠিসুটা সহকারে সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

আজমিরীগঞ্জ থানার অফিসার ইনর্চাজ মোশাররফ হোসেন তরফদার বলেন, সিএনজি স্ট্যান্ডের কাউন্টার নিয়ে শ্রমিকদের দুই পক্ষে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com