স্টাপ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জ উপজেলার পশ্চিমবাগে স্বামীর বাড়িতে সুন্দরী গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকে স্বামীকে খুঁজে না পাওয়ায় সন্দেহের সৃষ্টি হয়েছে। গতকাল শনিবার সকালে স্বামী নুর মিয়ার ঘরে দেহ দেখতে পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এরপরেই স্বামী হাসপাতাল থেকে সটকে পড়ে। জানা যায়, এক বছর আগে সুনামগঞ্জের শাল্লা গ্রামের নারী রেফা আক্তার (২০) কে ভালোবেসে বিয়ে করে শাহ আলম। এর আগে শেফা ঢাকার একটি গার্মেন্টেসে চাকরি করতো। গত শুক্রবার স্বামী-স্ত্রীর মাঝে ঝগড়া হয়। ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। আজমিরীগঞ্জ থানার ওসি মাসুক আলী জানান, স্থানীয়রা জানিয়েছেন, স্বামীর সাথে অভিমান করে ওই নারী বিষপান করেছেন। তবে ময়নাতদন্ত প্রতিবেদন এলেই মৃত্যুর কারণ জানা যাবে।