লোকালয় ২৪

আজমিরীগঞ্জে অগ্নিকান্ডে কোটি টাকার ক্ষতি

লোকালয় ডেস্কঃ  আজমিরীগঞ্জ বাজারের কলেজ রোডের পাইকারী ব্যবসায়ী মেসার্স মীর শামসুল হকের ষ্টোরসহ,ইনুমিয়ার আবাসিক বাসায় ভয়াবহ অগ্নিকান্ড ঘটে। গত সোমবার ভোর ৫ ঘটিকায় এই অগ্নি পাত ঘটে।আগুন লাগার পর স্থানীয় লোকজন ছুটে এসে আগুন নিভাতে চেষ্টা করে কিন্তু আগুনের লেলিহান শিখা দ্রুত গতিতে বাড়তে থাকে।বানিয়াচং ফায়ার সার্ভিসকে খবর দিলে তাদের আসতে প্রায় ঘন্টাখানিক সময় লাগে।ফায়ার সার্ভিসের একটি ইউনিটের ২ ঘন্টার প্রচেষ্টার ফলে আগুন নিয়ন্ত্রণে আসে।

lokaloy24.com

মীর শামসুল হকের খুচরা ও পাইকারী ব্যবসায়ী তার দোকানের পিছনে আবুলখায়ের কোম্পানি সহ অনান্য কোম্পানির মালামাল রাখতেন। নিমিষের মধ্যেই পাইকারী ও খুচরা মালামাল পুড়ে ছাই হয়ে গেল আনুমানিক ১ কোটি ২৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এই দিকে ইনু মিয়ার আবাসিক বাসায় আগুন লাগায় তার ফ্রিজ, টিভি, আসবাব পত্র,স্বর্ণ যাবতীয় জিনিসসহ আানুমানিক ৬ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। মীর শামসুল হকের পার্শ্ববর্তী দোকানে হরে কৃষ্ণ ফার্মেসীর উপরের স্টোকের মালামালও সৌর বিদ্যুতের সোলারটি পুরে যায় তাদের আনুমানিক ২ লক্ষ টাকার বেশ ক্ষতি হয়।অগ্নি পাতের খবর পেয়ে আজমিরীগঞ্জ থানার সেকেন্ড অফিসার এবং এস আই মফিদূল হক সহ একদল পুলিশ সদস্য পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সহযোগিতা করেন এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে ভুমিকা রাখেন। বানিয়াচং ফায়ার সার্ভিসের ষ্টেন অফিসার আরিফুর রহমান কাছে অগ্নিপাতের সূত্রপাত জানতে চাইলে, তিনি বলেন, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে লাগতে পারে তা ধারণা করা হয়েছে।