আগামীকাল শনিবার সরকারি সফরে হবিগঞ্জ আসছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রনালয়ের মন্ত্রী এম এ মান্নান। গতকাল বৃহস্পতিবার মন্ত্রীর সহকারী একান্ত সচিব মাসুম বিল্লাহ’র স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। পত্রে উল্লেখ করা হয়েছে, ঢাকা হেয়ার রোডস্থ সরকারি বাসভবন থেকে সড়ক পথে হবিগঞ্জের উদ্যেশ্যে যাত্রা করবেন তিনি। হবিগঞ্জে এসে বেশ কয়েকটি সভা সমাবেশ ও মিটিংয়ে অংশ গ্রহন করবেন তিনি। এর মধ্যে দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনয়াতনে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা করবেন মন্ত্রী। সফরকালে মন্ত্রীর একান্ত সচিব, জনসংযোগ কর্মকর্তা, সহকারী একান্ত সচিব, ব্যক্তিগত কর্মকর্তা কর্মচারীগণ সফর সঙ্গী হবেন।
Leave a Reply