আওয়ামী লীগ জনগণের প্রতিনিধিত্ব করে না: রিজভী

আওয়ামী লীগ জনগণের প্রতিনিধিত্ব করে না: রিজভী

আওয়ামী লীগ জনগণের প্রতিনিধিত্ব করে না: রিজভী
আওয়ামী লীগ জনগণের প্রতিনিধিত্ব করে না: রিজভী

লোকালয় ডেস্কঃ আওয়ামী লীগ জনগণের প্রতিনিধিত্ব করে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ভারতের রাজ্যসভার এক সদস্যের বাংলাদেশ দখলের হুমকির পরও ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার কোনো প্রতিবাদ না জানানোর কারণে এমন মন্তব্য করেন রিজভী।

৭ অক্টোবর, র‌বিবার বেলা ১১টার দি‌কে নয়াপল্ট‌নে বিএন‌পির কেন্দ্রীয় কার্যাল‌য়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রিজভী এ মন্তব্য করেন।

রিজভী বলেন, ‘সম্প্রতি ত্রিপুরার রাজধানী আগরতলায় এক সংবাদ সম্মেলনে ভারতের ক্ষমতাসীন বিজেপির (ভারতীয় জনতা পার্টি) প্রভাবশালী নেতা ও রাজ্যসভার সদস্য শ্রী সুব্রামানিয়াম স্বামী বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর ধারাবাহিক নির্যাতন বন্ধ না হলে বাংলাদেশ দখলের এবং সমগ্র বাংলাদেশে দিল্লির শাসন প্রতিষ্ঠার হুমকি দেওয়ার খবর বাংলাদেশের গণমাধ্যমে প্রচারিত হওয়ার পরও গত কয়েকদিনের মধ্যে ধর্মনিরপেক্ষতার ধ্বজাধারী বাংলাদেশ সরকার এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি। এটা শুধু ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের নতজানু পররাষ্ট্র নীতির পরিচায়ক নয়, বরং সার্বভৌম বাংলাদেশের মর্যাদা ও স্বতন্ত্র রক্ষায় সরকারের সীমাহীন ব্যর্থতার নগ্ন প্রকাশ।’

বিএনপির এই নেতা বলেন, ‘শেখ হাসিনার প্রতি ভারতের সমর্থন রয়েছে বলায় সুব্রামানিয়াম স্বামীর প্রতি কৃতজ্ঞ হয়ে সরকার বাংলাদেশে ভারতের হামলা চালানো ও বাংলাদেশকে দখল করে নেওয়ার মতো বাংলাদেশের স্বাধীন অস্তিত্ব ও সার্বভৌমত্ব বিরোধী মারাত্মক হুমকিকে আমলে না নিয়ে দেশের চেয়ে নিজেদের স্বার্থকে অধিক গুরুত্ব দেওয়ায় পুনরায় প্রমাণিত হলো যে, বর্তমান সরকার দেশের জনগণের প্রতিনিধিত্ব করে না, তারা অন্য কারো প্রতিভূ হিসেবে দেশ শাসন করে মাত্র। এই সরকারের কাছে ক্ষমতাই সবকিছু; দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব কিংবা মর্যাদার কোনো গুরুত্ব নেই।’

রিজভী বলেন, ‘বিএনপি সব নাগরিকের সংবিধান স্বীকৃত সমান অধিকারে বিশ্বাসী এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের স্ব-স্ব ধর্ম পালনের অধিকারের প্রতি শ্রদ্ধাশীল একটি গণতান্ত্রিক দল হিসেবে শ্রী সুব্রামানিয়াম স্বামীর অভিযোগের যথার্থতা থাকলে সে বিষয়ে কার্যকর প্রতিকারের ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানানোর পাশাপাশি বাংলাদেশের স্বাধীন সত্তা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে তার প্রকাশ্য হুমকিকে অপ্রত্যাশিত, অকূটনীতিক এবং আগ্রাসী বলে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে তার এই বক্তব্য প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com