লোকালয় ২৪

আইনজীবী: ভালোভাবে কথা বলতে পারছেন না খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ভালোভাবে কথা বলতে পারছেন না বলে জানিয়েছেন তার আইনজীবীরা। শুক্রবার বিকালে পুরান ঢাকার পুরোনো কেন্দ্রীয় কারাগারে বিএনপি প্রধানের সাথে সাক্ষাৎ শেষে তারা এ কথা জানান।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের নেতৃত্বে সুপ্রিম কোর্টের চার আইনজীবী বিকাল সাড়ে ৪টায় কারাগারে প্রবেশ করেন। তারা খালেদা জিয়ার সাথে প্রায় এক ঘণ্টা বৈঠক করেন।

বাকি তিন আইনজীবী হলেন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি জয়নুল আবেদীন, আব্দুর রেজ্জাক খান এবং সাবেক অ্যাটর্নি জেনারেল এজে মোহাম্মদ আলী।

সাক্ষাৎ শেষে জয়নুল আবেদীন সাংবাদিকদের বলেন, ‘খালেদা জিয়ার শারীরিক অবস্থা খুবই খারাপ। এমনকি তিনি ভালোভাবে কথাও বলতে পারছেন না।’

তিনি আরো বলেন, বিএনপি চেয়ারপার্সন প্রচণ্ড ব্যথায় ভুগছেন। দ্রুত যেকোনো বিশেষায়িত হাসপাতালে তার চিকিৎসা প্রয়োজন।

‘তিনি এতোটাই অসুস্থ যে আদালতে যাওয়া তার পক্ষে সম্ভব নয়,’ যোগ করেন জয়নুল।

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় দোষী সাব্যস্ত হয়ে গত ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে বন্দী রয়েছেন খালেদা জিয়া।