অ্যাম্বুলেন্সের সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৩ জন নিহত

অ্যাম্বুলেন্সের সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৩ জন নিহত

অ্যাম্বুলেন্সের সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৩ জন নিহত
অ্যাম্বুলেন্সের সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৩ জন নিহত

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একটি অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই নারীসহ একই পরিবারের তিন জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে চাতুরি চৌমুহনী এলাকার চৌমুহনী শশী কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহত হয়েছেন আরও তিন জন।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার এ তথ্য নিশ্চিত করে জানান, আহতদের চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আনোয়ারা থানার ওসি মো. দুলাল মাহমুদ জানান, ‘অসুস্থ শ্বশুরকে চিকিৎসা শেষে চট্টগ্রাম শহর থেকে অ্যাম্বুলেন্সে করে বাঁশখালীতে নিয়ে যাওয়ার সময় সিলিন্ডার বিস্ফারণ ঘটে। এতে ঘটনাস্থলে দুই জন মারা যান। চার জনকে গুরুতর আহতাবস্থায় হাসপাতালে নিয়ে গেলে সেখানে আরও একজনের মৃত্যু হয়। নিহতরা সবাই একই পরিবারের সদস্য। বিস্ফোরণে ঘটনাস্থলে নিহত দুই জনের মরদেহ ছিন্নভিন্ন হয়ে যায়।’

নিহতরা হলো- বাঁশখালী উপজেলার ছনুয়া এলাকার খলিলুর রহমানের ছেলে মফিজুর রহমান (৭০), মফিজুর রহমানের ছেলের বউ জয়নাব বেগম (২৮) ও বুলবুল আক্তার (২৫)। আহতরা হলো- সাহাব উদ্দিন (২৫), নেজাম উদ্দিন (২০) ও অ্যাম্বুলেন্সের হেলপার মোহাম্মদ মুন্না (২৫)।

এএসআই আলাউদ্দিন তালুকদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিকাল সোয়া ৩টার দিকে চার জনকে দগ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়। তাদেরমধ্যে এক নারী ছিলেন। হাসপাতালে ভর্তি করার পর বুলবুল আক্তার নামের ওই নারী মারা যান।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com