লোকালয় ২৪

অস্ত্র উঁচিয়ে গুলির ঘটনায় ছাত্রলীগের দুই নেতার বিরুদ্ধে অভিযোগপত্র

গুলিস্তানে উচ্ছেদ অভিযান চলার সময় হকারদের অস্ত্র হাতে ধাওয়া করেন একদল যুবক। (বাঁয়ে) হাতে অস্ত্র উঁচিয়ে ছাত্রলীগের ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক সাব্বির হোসেন (গোলাপি জামা গায়ে)। পাশে অস্ত্র হাতে ছাত্রলীগের ওয়ারী থানা শাখার সাধারণ সম্পাদক আশিকুর রহমান। প্রথম আলো ফাইল ছবিগুলিস্তানে উচ্ছেদ অভিযান চলার সময় হকারদের অস্ত্র হাতে ধাওয়া করেন একদল যুবক। (বাঁয়ে) হাতে অস্ত্র উঁচিয়ে ছাত্রলীগের ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক সাব্বির হোসেন (গোলাপি জামা গায়ে)। পাশে অস্ত্র হাতে ছাত্রলীগের ওয়ারী থানা শাখার সাধারণ সম্পাদক আশিকুর রহমান।

ক্রাইম ডেস্কঃ রাজধানীর গুলিস্থানে হকার উচ্ছেদের সময় গুলির ঘটনায় দায়ের হওয়া মামলায় ছাত্রলীগের বহিষ্কৃত দুই নেতার বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।

গতকাল শনিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এই অভিযোগপত্র জমা দেন শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) আকরাম হোসেন।

অভিযোগপত্রভুক্ত দুজন হলেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক সাব্বির হোসেন ও ওয়ারী থানা ছাত্রলীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক আশিকুর রহমান।

আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা মাহমুদুল হাসান প্রথম আলোকে বলেন, এই মামলার অভিযোগপত্র আজ রোববার আদালতে উপস্থাপন করা হয়েছে। এখন মামলাটি বিচারের জন্য বদলি হবে।