লোকালয় ডেস্ক : আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, অর্থ আত্মসাৎকারী কাউকে ছাড় দেওয়া হবে না। এ বিষয়ে অনেক পত্র-পত্রিকায় লেখালেখি হচ্ছে। আমি দেশবাসীকে জানাতে চাই, যারা জনগণের অর্থ লুট করে তাদেরকে সুষ্ঠু বিচারের মাধ্যমে শাস্তি দেওয়া হবে।
আজ রবিবার বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে অতিরিক্ত জেলা জজ ও সমপর্যায়দের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী আরো বলেন, দেশব্যাপী আলোচনায় রয়েছে যে, দেশে ঋণ খেলাপি হচ্ছে, দুর্নীতি হচ্ছে। আমি জোর দিয়ে বলছি এ বিষয়ে কোনো ছাড়া দেওয়া হবে না। আইনের আওতায় আনা হবে, কেউ আইনের ঊর্ধ্বে নয়।
বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক বিচারপতি খন্দকার মূসা খালেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক।
Leave a Reply