লোকালয় ২৪

‘অর্থমন্ত্রী দুষ্টু বিড়ালকে বিস্কুট দিলেও ভালো বিড়ালকে কিছু দেননি’

ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরাতে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ব্যর্থ হয়েছেন দাবি করে তাকে ব্যক্তিগত আক্রমণ করেছেন বিরোধীদলীয় এক সংসদ সদস্য (এমপি)।
১২ জুন, মঙ্গলবার জাতীয় সংসদে বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে জাতীয় পার্টির এমপি শামীম হায়দার পাটোয়ারী অর্থমন্ত্রীকে আক্রমণ করেন।
ওই এমপি বলেন, ‘ব্যাংকে করপোরেট কর ২.৫ শতাংশ কমানো হয়েছে। কিন্তু করপোরেট খাতের অন্যান্য অংশ, যারা ভালো করছে, তাদের জন্য এমন কোনো প্রস্তাব নেই।’
ব্যাংকিং খাতের লুটপাট দিল্লিতে চালানো নাদির শাহের লুটতরাজকে ছাড়িয়ে গেছে বলেও মন্তব্য করেন শামীম হায়দার পাটোয়ারী। তিনি বলেন, ‘অর্থমন্ত্রী দুষ্টু বিড়ালকে বিস্কুট দিলেও ভালো বিড়ালকে কিছু দেননি।’ প্রস্তাবিত বাজেট বাস্তবায়ন হলে রাজস্ব আয় কমে যাবে বলেও অভিযোগ করেন তিনি।
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) একাংশের এমপি নাজমুল হক প্রধান অভিযোগ করে বলেন, ‘ব্যবসায়ীরা ব্যাংকে লুটপাট চালালেও অর্থমন্ত্রী এখনো তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি; বরং আপনি ব্যাংকগুলোকে কর রেয়াত ও ভর্তুকি দিচ্ছেন, সিদ্ধান্ত নিন। এভাবে আপনি ব্যাংকগুলোকে বাঁচাতে পারবেন। কিন্তু অর্থনীতিকে রক্ষা করতে পারবেন না।’
জাতীয় পার্টির আরেক এমপি মোহাম্মদ নোমান বলেন, ‘কেন ব্যাংকগুলোকে জবাবদিহিতার আওতায় আনা হবে না? কেন ব্যাংকগুলোকে জনগণের করের টাকায় ভর্তুকি দেওয়া হবে? আপনি (অর্থমন্ত্রী) তাদের শাস্তি না দিয়ে পুরস্কৃত করছেন। এই ঘটনা আবারও ঘটবে।’