অভিযানের কারণে ৭০ ভাগ গাড়ি বন্ধ; ঈদে যাত্রী ভোগান্তির আশঙ্কা

অভিযানের কারণে ৭০ ভাগ গাড়ি বন্ধ; ঈদে যাত্রী ভোগান্তির আশঙ্কা

অনলাইন ডেস্ক: ড্রাইভিং লাইসেন্স এবং ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে চলমান অভিযানে প্রায় ৭০ শতাংশ গাড়ির ট্রিপ বন্ধ করে দিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। এমন বাস্তবতায় আসছে ঈদে ঘরমুখো মানুষকে ভোগান্তিতে পড়তে হবে বলে আশঙ্কা করছেন পরিবহন মালিকরা।

ড্রাইভিং লাইসেন্স ও রুট পারমিট না থাকা, ফিটনেসবিহীন এবং চুক্তিতে চলা যানবাহনের বিরুদ্ধে রাজধানীতে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির ভিজিলেন্স টিমের অভিযান চলছে।

প্রয়োজনীয় কাগজপত্র ঠিক না থাকায় এ অভিযানে দূরপাল্লা এবং সিটির মধ্যে চলাচলকারী প্রায় ৭০ শতাংশ যানবাহনের ট্রিপ বন্ধ করে দেয়া হয়েছে।

এমনকি কোনো কোনো পরিবহনের অর্ধেক গাড়িই ফিটনেস ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় বন্ধ হয়ে গেছে।

ঈদের আগে সব পরিবহনের কাগজপত্র ঠিক করা সম্ভব হবে না বলে মনে করছে ভিজিলেন্স টিম।

রাজধানীতে চলাচলকারী রংচটা ও লক্কড়-ঝক্কর যানবাহনকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে মেরামত ও দৃষ্টিনন্দন করে সড়কে চালানোর নির্দেশ দিয়েছে সড়ক পরিবহন মালিক সমিতি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com