লোকালয় ২৪

অভাব থেকে মুক্তি পেতে চাইলে পড়ুন এই দোয়া

অভাব থেকে মুক্তি পেতে চাইলে পড়ুন এই দোয়া

ইসলাম ডেস্ক-অভাব অনটনেও ধৈর্য রেখে নিজেকে সামলে নিতে হবে। যত প্রতিকূল পরিবেশই আসুক খারাপ কোন কিছুতেই যাওয়া যাবে না। এছাড়া, অভাব আল্লাহ আমাদের পরীক্ষা করার জন্যই দিয়ে থাকে। অভাব-অনটনে আমরা কতটুকু আল্লাহকে মনে করছে, সেটাই তিনি দেখতে চান। তাই যত অভাব-অনটন আসুক না কেন, আল্লাহকে স্মরণ করতে হবে।

আল্লাহ তাআলা বান্দাকে তার সুন্দর সুন্দর নামের জিকির বা আমল করার কথা বলেছেন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসে আলাদা আলাদাভাবে এ নামের জিকিরের আমল ঘোষণা করেছেন। আল্লাহ তাআলার গুণবাচক নামসমূহের মধ্যে (اَلرَّافِعُ) ‘আর-রাফিয়ু’ একটি। যার অর্থ হলো- ‘মুমিনদের মর্যাদা উঁচুকারী।’

সংক্ষেপে এ গুণবাচক নাম (اَلرَّافِعُ) ‘আর-রাফিয়ু’-এর জিকিরের আমল ও ফজিলত তুলে ধরা হলো-
উচ্চারণ : ‘আর-রাফিয়ু’
অর্থ : ‘মুমিনদের মর্যাদা উঁচুকারী।’
আল্লাহর ‍গুণবাচক নাম (اَلْخَافِضُ)-এর আমল
ফজিলত
যে ব্যক্তি আল্লাহ তাআলার এ পবিত্র গুণবাচক নামের জিকির মধ্যরাত বা রাতের দ্বিপ্রহরের পর ১০০ বার পাঠ করে, মহান আল্লাহ তাকে তার সৃষ্টির মধ্যে মনোনীত ও অর্থশালী করেন এবং অন্যের মুক্ষাপেক্ষীতা থেকে মুক্ত রাখেন।

যে ব্যক্তি অত্যাচারীর জুলুম অত্যাচার থেকে এ পবিত্র গুণবাচক (اَلرَّافِعُ) ‘আর-রাফিয়ু’ নামটি প্রতিদিন ১০০বার পাঠ করে।

অন্যত্র এসেছে, ‘যে ব্যক্তি এ পবিত্র গুণবাচক (اَلرَّافِعُ) ‘আর-রাফিয়ু’ নামের জিকির প্রতিদিন ঘুমানোর সময় ১০০ বার করবে, ঐ ব্যক্তি সকল বিপদাপদ থেকে হিফাজত থাকবে। আর যে ব্যক্তি ৬০০ বার পড়লে অত্যাচার থাককে মুক্তি লাভ করবে।