লোকালয় ২৪

অবৈধভাবে বালু উত্তোলনের ফলে চুনারুঘাটে সড়কে ধ্বস

অবৈধভাবে বালু উত্তোলনের ফলে চুনারুঘাটে সড়কে ধ্বস

লোকালয় ডেস্কঃ হবিগঞ্জের চুনারুঘাটে সাতছড়ির রাস্তা ধ্বসে পড়ে মরণ ফাঁদে পরিণত হয়েছে। এতে যে কোনো সময় বড় ধরনের সড়ক দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী। গত কয়েকদিনের বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে রাস্তাটি ধ্বসে পড়েছে।

শুক্রবার দুপুরে, ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের সাতছড়ি রামগঙ্গা এলাকায় একটি ব্রিজের কাছে  ধ্বসে পড়া সড়কটি দেখতে সেখানে উপস্থিত হন উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈন উদ্দিন ইকবাল, চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান, চুনারুঘাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা বেগম ও অন্যান্য কর্মকর্তারা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈন উদ্দিন ইকবাল জানান, সড়কটি দ্রুত মেরামতের পদক্ষেপ নেওয়া হবে। অবৈধ বালু উত্তোলনে যে অভিযোগ উঠেছে তা খতিয়ে দেখা হবে।

উল্লেখ্য ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের সাতছড়ি রামগঙ্গা এলাকার সড়কটি দিয়ে প্রতিনিয়ত অবৈধভাবে ট্রাক ও ট্র্যাক্টর দিয়ে বালু উত্তোলন করে যাতায়াত করে। স্থানীয়দের অভিযোগ অবৈধভাবে বালু উত্তোলনের কারণে এ ধ্বসের সৃষ্টি হয়েছে।