সংবাদ শিরোনাম :
অবশেষে হবিগঞ্জে স্বস্তির বৃষ্টি ।

অবশেষে হবিগঞ্জে স্বস্তির বৃষ্টি ।

অবশেষে হবিগঞ্জে স্বস্তির বৃষ্টি

লোকালয় ডেস্কঃ গত কয়েকদিন ধরেই প্রচণ্ড তাপদাহ চলছিল হবিগঞ্জে। অবশেষে এক ফসরা বৃষ্টি সেই তাপদাহ থেকে মুক্তি দিয়েছে হবিগঞ্জের মানুষকে। খরতাপে দগ্ধ শহুরে জীবনে স্বস্তি মিলেছে খেটে খাওয়া মানুষের।

 

সোমবার বেলা সাড়ে ১২টার দিকে হঠাৎ করেই দীর্ঘ প্রতিক্ষার সেই বৃষ্টি ভিজিয়ে গেল গোটা শহরকে। সাথে শীতল করে গেল মানুষের খড়তাপে দগ্ধ দেহ-মনকে।

 

মাত্র কয়েক মিনিটের বৃষ্টির ছোঁয়ায় মুহূর্তেই শীতল হলেন শহরবাসী। হাই-হোতাশ কমিয়ে ব্যস্ত জীবনে যেন পূণরায় নেমে এসেছে গতিময় কর্ম-চাঞ্চল্যতা। শুধু হবিগঞ্জ শহরে নয়, জেলার বিভিন্ন উপজেলাকেও এক ফসরা বৃষ্টি শীতল করে যাওয়ার খবর পাওয়া গেছে।

 

গত কয়েকদিন ধরে হঠাৎ করেই হবিগঞ্জের উপর দিয়ে তীব্র তাপদাহ বয়ে যেতে শুরু করে। প্রচন্ড গরমে নাভিশ্বাস হয়ে উঠেছেন সাধারণ মানুষ। বাহিরে কাজ করাতো দূরের কথা, ঘরে থেকেও প্রাণ যায় যায় অবস্থা। এ দূর্বিসহ অবস্থায় ‘মরার উপর খাড়ার ঘা’ হয়ে দাড়ায় বিদ্যুতের ভেলকিবাজি। ঘন ঘন লোডশেডিংয়ের কারণে নাজেহাল অবস্থায় দাড়িয়েছে স্বাভাবিক জীবন-যাত্রা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com