সংবাদ শিরোনাম :
অফিসে ঢুকতেই মোকাব্বিরকে ‘গেট আউট’ বলে বের করে দিলেন ড. কামাল!

অফিসে ঢুকতেই মোকাব্বিরকে ‘গেট আউট’ বলে বের করে দিলেন ড. কামাল!

অফিসে ঢুকতেই মোকাব্বিরকে ‘গেট আউট’ বলে বের করে দিলেন ড. কামাল!
অফিসে ঢুকতেই মোকাব্বিরকে ‘গেট আউট’ বলে বের করে দিলেন ড. কামাল!

লোকালয় ডেস্ক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের মনোনয়নে সিলেট-২ আসন থেকে নির্বাচিত গণফোরামের প্রেসিডিয়াম সদস্য মোকাব্বির খান দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন।

সংসদ সদস্য হিসেবে শপথ নেয়ার দুইদিন পর দলের সভাপতি কামাল হোসেনের সঙ্গে দেখা করতে গেলে ‘ধমক’ দিয়ে তাকে অফিস থেকে বের করে দিয়েছেন দলটির সভাপতি ও ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন। বৃহস্পতিবার এই ঘটনা ঘটে।

এ সময় উপস্থিত ছিলেন গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, জাতীয় ঐক্য প্রক্রিয়ার কেন্দ্রীয় নেতা নুরুল হুদা মিলু চৌধুরী ও ঐক্যবদ্ধ ছাত্র সমাজের সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্লাহ মধু।

মিলু চৌধুরী বলেন, মোকাব্বির খান সাহেব এসে স্যারকে (কামাল) সালাম দিতেই স্যার চরম রাগান্বিত হয়ে বলেন- আপনি এখান থেকে বেরিয়ে যান, গেট আউট, গেট আউট। আমার অফিস ও চেম্বার আপনার জন্য চিরতরে বন্ধ।

জানা গেছে, বিকাল ৩টার দিকে ড. কামাল হোসেনের মতিঝিলের চেম্বারে তার সঙ্গে দেখা করতে যান এমপি মোকাব্বের খান। এসময় ড. কামাল হোসেন তার অফিসের কর্মচারীদের বলেন, ‘এই বিশ্বাসঘাতক বেঈমানকে কখনো আমার অফিসে ঢুকতে দিবা না’।

এই বিষয়ে মোকাব্বির খানের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত মঙ্গলবার সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যফ্রন্ট মনোনীত সিলেট-২ আসনে নির্বাচিত মোকাব্বির খান। ওই দিন সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে তাকে শপথ বাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এর আগে ঐক্যফ্রন্টের আরেক সদস্য গণফোরাম নেতা (বহিষ্কৃত) সুলতান মনসুর শপথ নিয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com