লোকালয় ২৪

অপরাধী যেই হোক, শাস্তি পেতেই হবে, এটাই সিদ্ধান্ত: প্রধানমন্ত্রী

অপরাধী যেই হোক, শাস্তি পেতেই হবে, এটাই সিদ্ধান্ত: প্রধানমন্ত্রী

ঢাকা- ন্যায়বিচার ও মানবাধিকার নিশ্চিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘মানবাধিকার রক্ষায় সব থেকে প্রয়োজন আইনের শাসন নিশ্চিত করা। অপরাধী যেই হোক তাকে শাস্তি পেতেই হবে; এটাই আমাদের সিদ্ধান্ত। আমরা সেইভাবে কাজ করে যাচ্ছি।’

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে মানবাধিকার দিবস উপলক্ষে এক আলোচনায় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, অন্যায়কে প্রশ্রয় দেয়া হলে সেদেশে অন্যায় মাথা চাড়া দিয়ে উঠবে এটাই স্বাভাবিক। সকলকে মানবাধিকারের বিষয়ে সজাগ থাকার কথাও বলেন প্রধানমন্ত্রী।

তরুণ সমাজকে এই দেশের ইতিহাস জানার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, স্বাধীনতা ও স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে জানার প্রয়োজন রয়েছে।

এসময় তিনি দেশের অতীতের মানবাধিকার পরিস্থিতি তুলে ধরেন। বঙ্গবন্ধু হত্যার বিচার পাওয়ার জন্য, নানা বঞ্চনার শিকার হওয়ার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী।