সংবাদ শিরোনাম :
অন্যের অর্জনকে যারা আত্মসাৎ করে তারাই হচ্ছে ডাকাত: রিজভী

অন্যের অর্জনকে যারা আত্মসাৎ করে তারাই হচ্ছে ডাকাত: রিজভী

রুহুল-কবির-রিজভী
রুহুল-কবির-রিজভী

লোকালয় ডেস্কঃ জিয়া শিশু পার্ক থে‌কে ‘জিয়া’ নামকরণ বাদ দেওয়ার উদ্যোগ থে‌কে সরকার‌কে স‌রে আসার আহ্বান জা‌নি‌য়ে‌ছে বিএন‌পি।

দল‌টির সি‌নিয়র যুগ্ম মহাস‌চিব রুহুল ক‌বির রিজভী ব‌লেন, ‘সরকার শহীদ জিয়ার নাম মুছে ফেলার মতো ঘৃণ্য উদ্যোগ নিলেও জাতির হৃদয় থেকে মহান স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের নাম মুছে ফেলা যাবে না। তিনি যুগ যুগ ধরে কোটি মানুষের অন্তরে থাকবেন।’

২২ মার্চ, বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দি‌কে নয়াপল্ট‌নে দ‌লের কেন্দ্রীয় কার্যাল‌য়ে আ‌য়ো‌জিত সংবাদ স‌ম্মেল‌নে তি‌নি এসব কথা ব‌লেন।

প্রতিহিংসা পরায়ণ এমন উদ্যোগ থেকে সরকারকে সরে আসার আহবান জানিয়ে তিনি বলেন, ‘আমি বিএনপি’র পক্ষ থেকে সরকারের এ ধরনের উদ্যোগকে ধিক্কার জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি এবং তীব্র প্রতিবাদ করছি।’

‌বিএন‌পির এ মুখপাত্র অভিযোগ করে জানান, মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়ার রহমান বীর উত্তম এর নাম মুছে ফেলার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে বর্তমান সরকার।

একই উদ্দেশে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তনসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠান থেকে তাঁর নামফলক, ম্যুরাল ভেঙে ফেলা এবং ক্যান্টনমেন্টের বাড়ি থেকে খালেদা জিয়াকে উৎখাত করা হয়েছে। এখন জিয়া শিশু পার্কের নামও মুছে ফেলার চক্রান্ত করা হচ্ছে বলে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। এই বিষয়ে তিনি মন্তব্য করেন, ‘অন্যের অর্জনকে যারা আত্মসাৎ করে তারাই হচ্ছে ডাকাত, তারাই হচ্ছে দখলদার।’

উন্নয়নের নামে প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীদেরকে জিম্মি করে আওয়ামী লীগের যেকোন কর্মসূচিতে অংশগ্রহণে বাধ্য করা হচ্ছে অভিযোগ ক‌রে রুহুল ক‌বির ব‌লেন, ‘বর্তমানে দেশে গণতন্ত্র প্রশ্নবিদ্ধ, সুশাসন আওয়ামী চাকায় পিষ্ট। এই গণতন্ত্রহীণ দেশে লুটপাটের নামে জনগণের টাকা আত্মসাৎকে তারা উন্নয়ন বলছেন।’

‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় খরচে বিভিন্ন সভা-সমাবেশ করছেন, নৌকায় ভোট চাচ্ছেন। সরকারি কর্মচারীদেরকে যেভাবে ব্যবহার করা হচ্ছে, এসব হচ্ছে নির্বাচনী আচরণবিধির সুষ্পষ্ট লঙ্ঘন’

সরকার জনদুর্ভোগ সৃষ্টি করছে অভিযোগ করে তিনি বলেন, ‘সরকারের আজকের কর্মসূচি এক বিকৃত তামাশা। গোটা ঢাকা শহরের রাস্তাঘাট অচল হয়ে গেছে, জনজীবন হয়ে গেছে সম্পূর্ণভাবে স্থবির, ঘণ্টার পর ঘণ্টা মানুষ রাস্তায় আটকা পড়ে আছে। সরকার বলছে-জনদুর্ভোগ সৃষ্টি হয় এমন কোন কর্মসূচি করতে দেয়া হবে না, অথচ উল্টো সরকারই জনদুর্ভোগ সৃষ্টিতে অগ্রণী ভূমিকা পালন করছে।’

‌খালেদা জিয়াকে ছাড়া দেশে কোন নির্বাচনই অনুষ্ঠিত হবে না মন্তব্য করে সরকারের উদ্দেশে সা‌বেক এই ছাত্র নেতা ব‌লেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচন দল নিরপেক্ষ সরকারের অধীনে অনুষ্ঠিত করতে আপনারা বাধ্য হবেন। খালেদা জিয়াকে ষড়যন্ত্রমূলকভাবে কারাবন্দী রেখে বিএনপি বিহীন নির্বাচন করার খায়েশ কখনোই পূরণ করতে পারবেন না।’

দেশের জনগণের সমর্থন না থাকায় আওয়ামী লীগ দিশেহারা হয়ে বিভিন্ন দেশে দেশে লবিং করতে ঘুরে বেড়াচ্ছে এবং বেশ কয়েকটি দেশে আওয়ামী লীগ নেতাদের বিব্রতকর অবস্থায় পড়তে হয়েছে বলেও জানান রুহুল ক‌বির রিজভী।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com