লোকালয় ২৪

‘অটোরিকশা জব্দ করায় পুলিশের ওপর হামলা করে চালক’

‘অটোরিকশা জব্দ করায় পুলিশের ওপর হামলা করে চালক’

রাজশাহীতে কর্তব্যরত পুলিশ সদস্য জয়রাম কুমারের ওপর হামলাকারীকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম রফিকুল ইসলাম (৪০)। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাতে নগরীর চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। অটোরিকশা জব্দের জের ধরে ক্ষুব্ধ হয়ে পুলিশের ওপর এ হামলা চালায় রফিকুল। রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস এসব তথ্য জানিয়েছে।
রুহুল কুদ্দুস বলেন, ‘মঙ্গলবার দুপুরে ট্রাফিক পুলিশের একজন সার্জেন্ট লক্ষ্মীপুর মোড় থেকে রফিকুলের অটোরিকশা আটক করে। চিকন চাকার অটোরিকশা নগরীতে চালানো নিষিদ্ধ হওয়ায় সেটি ট্রাফিক অফিসে রাখা হয়। অটোরিকশা জব্দ করায় রফিকুল ক্ষুদ্ধ হন পুলিশের ওপর। এর জের ধরে তিনি ট্রাফিক অফিসের সামনে কনস্টেবল জয়রাম কুমারের ওপর হামলা চালান।’
রুহুল কুদ্দুস আরও বলেন, ‘এই ঘটনায় রাজপাড়া থানায় মামলা হয়েছে। ঘটনার পর পুলিশ নগরীজুড়ে সাঁড়াশি অভিযান পরিচালনা করে। রাত ৯টার দিকে নগরীর সাহেববাজার এলাকা থেকে সন্দেহভাজন এক যুবককে আটক করা হয়েছিল। জিজ্ঞাসাবাদ শেষে বুধবার সকালে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।’
উল্লেখ্য, গত মঙ্গলবার ( ৩ সেপ্টেম্বর) বিকালে ট্রাফিক পুলিশ অফিসের সামনে হামলার শিকার হন কনস্টেবল জয়রাম কুমার। ধারালো হাঁসুয়ার আঘাতে গুরুতর আহত জয়রামকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে।
জয়রাম রাজশাহী পুলিশ লাইনের এসএএফ শাখার কনস্টেবল। তবে তিনি ট্রাফিক পুলিশের সঙ্গে কর্মরত ছিলেন।