বিনোদন ডেস্কঃ চরিত্রের সঙ্গে মিশে গিয়েই অভিনয় করতে পছন্দ করেন তিনি। কাজের বেলায় শতভাগ দিয়ে বারবারই আলোচনায় আসেন। তাইতো ক্যারিয়ারে তার ছবির সংখ্যা একেবারেই হাতেগোনা। কথা হচ্ছে- বলিউড সুপারস্টার ঋত্বিক রোশনকে নিয়ে।
ভারতীয় গণিতজ্ঞ আনন্দ কুমারের জীবনী নিয়ে নির্মিত ‘সুপার থার্টি’র কাজ করছেন ঋত্বিক। এরইমধ্যে অন্তর্জাল দুনিয়ায় ফাঁস হয়েছে ছবিটির বেশ কয়েকটি দৃশ্য।
কিন্তু বৃহস্পতিবার (১৭ মে) ইনস্টাগ্রামে ঋত্বিক যে স্থিরচিত্রটি শেয়ার করেছেন তাতে রীতিমতো চমকে গেছেন ভক্তরা।
ঋত্বিকের শেয়ার করা ছবিটিতে বেশ রোগা দেখাচ্ছে ‘কাহো না পেয়ার হ্যায়’খ্যাত এই তারকাকে। জানা গেছে- চরিত্রের প্রয়োজনেই এমন রোগা হয়েছেন ডুগ্গু (ঋত্বিকের ডাকনাম)।
‘সুপার থার্টি’তে হৃতিকের সহশিল্পী হিসেবে রয়েছেন টেলিভিশনের জনপ্রিয় মুখ ম্রুণাল ঠাকুর। ২০১৯ সালের ২৫ জানুয়ারি মুক্তি পাবে ছবিটি।