সংবাদ শিরোনাম :
অক্টোবরের মধ্যে সুন্দরবন হবে দস্যুমুক্ত: বেনজির আহমেদ

অক্টোবরের মধ্যে সুন্দরবন হবে দস্যুমুক্ত: বেনজির আহমেদ

আগামী অক্টোবরের মধ্যে সুন্দরবনকে দস্যুমুক্ত করার ঘোষণা দিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের মহাপরিচালক বেনজীর আহমেদ । নির্ধারিত সময়ের মধ্যে দস্যুদের আত্মসমর্পণের আহ্বান জানিয়ে তিনি বলেন, অন্যথায় তাদের ভয়াবহ পরিণতি শিকার করতে হবে।
১২ জুন, মঙ্গলবার বরিশালে র্যাব-৮ সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে বেনজির আহমেদ এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। অনুষ্ঠানে দস্যুতা থেকে ফিরে আসা ব্যক্তিদের মধ্যে ঈদ উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় মাদকবিরোধী অভিযান বিষয়ে মহাপরিচালক বেনজির বলেন, ‘একটি স্বার্থবাদী মহল অভিযানকে নস্যাৎ করে দেয়ার চেষ্টা চালিয়েছিল। তবে কোনো ষড়যন্ত্র সফল হবে না বলে তিনি মন্তব্য করেন।’
বেনজির আরও উল্লেখ করেন, ‘র্যাব সদস্যরা মাদকের চালান ও চাহিদার ক্ষেত্র নষ্ট করতে কাজ করে যাচ্ছে।’
অনুষ্ঠানে দস্যুদের পরিবারকে স্বনির্ভর করে তোলার জন্য ২০টি সেলাই মেশিন। এ ছাড়া চারটি পরিবারের সন্তানদের লেখাপড়ার খরচ এবং সবার জন্য ঈদের উপহার সামগ্রী বিতরণ করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com