ক্রাইম ডেস্কঃ ৮শ’ পিস ইয়াবাসহ মুকছেদুল ইসলাম (৩২) নামে এক পুলিশ কনস্টেবলকে আটক করা হয়েছে। এসময় ইয়াবা বহনে সহায়তা করায় আটক করা হয়েছে সৌরভ (২১) ও দেবাশিষ (২৫) নামে আরো দু’জনকে।
বুধবার (২ মে) দিবাগত রাত সাড়ে ১২টায় ময়মনসিংহ নগরীর নওমহল সারদা ঘোষ রোড থেকে ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়। আটক মুকছেদুল ইসলাম ময়মনসিংহ পুলিশ লাইন্সে কর্মরত।
ময়মনসিংহ শহরের দুই নম্বর পুলিশ ফাঁড়ির টিএসআই (টাউন সাব-ইন্সপেক্টর) ফারুক হোসেন বলেন, ৮শ’ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রস্তুতি চলছে।
Leave a Reply