সংবাদ শিরোনাম :
৭ম সেঞ্চুরি তুলে নিলেন মুমিনুল হক

৭ম সেঞ্চুরি তুলে নিলেন মুমিনুল হক

৭ম সেঞ্চুরি তুলে নিলেন মুমিনুল হক
৭ম সেঞ্চুরি তুলে নিলেন মুমিনুল হক

খেলাধুলা ডেস্কঃ ২৬ রানে তিন উইকেট পতনে অস্বস্তিতে পড়ে গিয়েছিলো বাংলাদেশ। মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ইনিংসে প্রাণ ফেরাতে জুটি গড়ছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম ও মুমিনুল হক। আগের টেস্টে হাসেনি মুমিনুলের ব্যাট। কিন্তু দ্বিতীয় টেস্টে ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি তুলে নেন মুমিনুল হক। ১৫০ বলে ১২টি চারের সাহায্যে তিন অঙ্কের ঘরে পৌঁছান তিনি।

টেস্টে মুমিনুল প্রথম সেঞ্চুরির দেখা পেযেছিলেন ২০১৩ সালের ৯ অক্টোবর। চট্টগ্রামে সফরকারী নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছিলেন ক্যারিয়ার সেরা ১৮১ রানের ইনিংস।

দ্বিতীয় সেঞ্চুরিটি এসেছে একই বছরের ২১ অক্টোবর। কিউদের বিপক্ষে মিরপুর শের ই বাংলায় দৃঢ় ব্যাটে তুলে নেন অপরাজিত ১২৬ রান। তৃতীয় সেঞ্চুরিটি করেছিলেন ২০১৪ সালের ৪ ফেব্রুয়ারি। লাকি ভেন্যু চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে করেছিলেন অপরাজিত ১০০ রান। চতুর্থ শতকের দেখা পেয়েছিলেন একই বছরের ১২ নভেম্বর। ভেন্যু সেই চট্টগ্রাম।

জিম্বাবুয়েরর বিপক্ষে খেলেছিলেন ক্যারিয়ারের তৃতীয় সর্বোচ্চ অপরাজিত ১৩১ রানের ইনিংস। ৫ম ও ৬ষষ্ঠ সেঞ্চুরি করেছিলেন ব্যাক টু ব্যাক। চলতি বছরের ৩১ জানুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছিলেন ১০৫ ও ১৭৬ রানের ঝাঁঝালো ইনিংস।

এর আগে সিলেট টেস্টে ১৫১ রানের বড় ব্যবধানে হেরে পিছিয়ে পড়ে বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, ইমরুল কায়েস, মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ (অধিনায়ক), মুশফিকুর রহিম, আরিফুল হক, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, খালেদ আহমেদ।

জিম্বাবুয়ে একাদশ: হ্যামিল্টন মাসাকাদজা (অধিনায়ক), ব্রায়ান চারি, ব্র্যান্ডন টেইলর, শেন উইলিয়ামস, সিকান্দার রাজা, পিটার মুর, রেগিস চাকাভা, ব্র্যান্ডন মাভুতা, ডোনাল্ড ট্রিপানো, কাইল জারভিস, তেন্দাই চাতারা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com