লোকালয় ডেস্কঃ এবারও হবিগঞ্জ জেলায় ৪র্থ বারের মতো শ্রেষ্ঠ উপ-পরিদর্শকের পুরস্কার পেলেন হবিগঞ্জের মাধবপুর থানার উপ পরিদর্শক(এসআই) মমিনুল ইসলাম।
সোমবার (৯ এপ্রিল) সকাল ১১টায় হবিগঞ্জ পুলিশ লাইনে পুলিশের মাসিক কল্যাণ সভায় হবিগঞ্জের পুলিশ সুপার বিধান ত্রিপুরা বিপিএম, পিপিএম তার হাতে এ পুরস্কার ও সম্মাননা তুলে দেন।
এসআই মমিনুল ইসলাম মাধবপুর থানায় কর্মরত থাকাবস্থায় অপরাধ দমন, অপরাধী শনাক্ত, সাজাপ্রাপ্ত পলাতক আসামীদের গ্রেফতার ও সার্বিক আইন শৃঙ্খলা উন্নয়নে বিশেষ অবদান রাখায় তিনি এ পুরস্কার লাভ করেন।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার আ.স.ম শামসুর রহমান ভূঁইয়া সহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এরআগে তিনি সিলেট রেঞ্জে ২১ বার শ্রেষ্ঠ এবং জাতীয় পর্যায়ে ২ বার আইজিপি ব্যাজ পুরস্কারে ভূষিত হন।
Leave a Reply