সংবাদ শিরোনাম :
৩৩ বছরের ক্যারিয়ারে ডিপজলের প্রথম বিজ্ঞাপন

৩৩ বছরের ক্যারিয়ারে ডিপজলের প্রথম বিজ্ঞাপন

৩৩ বছরের ক্যারিয়ারে ডিপজলের প্রথম বিজ্ঞাপন
৩৩ বছরের ক্যারিয়ারে ডিপজলের প্রথম বিজ্ঞাপন

১৯৮৬ সালে মনতাজুর রহমান আকবরের ‘টাকার পাহাড়’ ছবিতে প্রথম অভিনয় করেন ঢাকাই সিনেমার জনপ্রিয় খল-অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল।
তবে তখনও খল শব্দটি তার গায়ে লাগেনি, শুরুটা হয় নায়ক হিসেবে। এরপর ১৯৯৯ সালে ‘ভয়ংকর বিষু’ ও ‘আম্মাজান’ চলচ্চিত্র দিয়ে পর্দা কাঁপিয়ে দেন তিনি। খলনায়ক হিসেবে নতুন যাত্রা শুরু হয় এই অভিনেতার। এরপর একের পর এক সিনেমায় অভিনয় করে গেছেন তিনি।
মজার বিষয় হলো, ৩৩ বছরের অভিনয় ক্যারিয়ারে কখনও তাকে বিজ্ঞাপনচিত্রের মডেল হিসেবে পাওয়া যায়নি। এবার সেই জায়গাতেও পাওয়া গেল এই অভিনেতাকে।
জনসচেতনতামূলক বিজ্ঞাপন ‘দেশ আমার দোষ আমার’ স্লোগান নিয়ে এটি নির্মিত হয়েছে প্রাণ-আরএফএল গ্রুপের সৌজন্যে।
বিজ্ঞাপনে এই অভিনেতাকে দেখা গেছে, আড়াল থেকে সামনে এসে টোকা দিয়ে বলছেন, ‘কি ভাতিজা, নবাব হইছো? রং সাইডে গাড়ি চালাও- রাস্তা চেনো না, ফিডার খাও?’
এতে একেবারে তার পরিচিত ঢঙে হাজির হয়েছেন তিনি।
বিজ্ঞাপনচিত্রটি প্রসঙ্গে ডিপজল বলেন, ‘অনেকে ফোন দিয়ে এর প্রশংসা করছেন। ভাবছি চলচ্চিত্রের পাশাপাশি আরও কিছু বিজ্ঞাপনে কাজ করবো। এটি মূলত জনসচেতনতা বৃদ্ধিতেই করা।’
বলে রাখা দরকার, ডিপজল নিজেও পরিবহন ব্যবসার সঙ্গে জড়িত।
প্রযোজক-অভিনেতা ডিপজলের সর্বশেষ ছবি মুক্তি পায় ২০১৯ সালের অক্টোবরে। এটির নাম ‘দুলাভাই জিন্দাবাদ’।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com