স্টাফ রিপোর্টার ॥ বিভিন্ন জটিলতা মিটিয়ে ২৬দিন পর দেশে পাঠানো হল সৌদিআরবের দুমাত আল জান্দাল শহরে দুর্ঘটনায় নিহত হওয়া প্রবাসী সোহাগের মরদেহ। বৃহস্পতিবার দিবাগত রাতে বিমানবন্দর থেকে মরদেহ বুঝে নেন নিহতের পরিবারের সদস্যরা। শুক্রবার (২ডিসেম্বর) জুমার নামাজের পর চুনারুঘাট সদর ঈদগাহ ময়দানে মরহুমের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩০ বছর। নিহত সোহাগ তালুকদার চুনারুঘাট উপজেলার শিংপাড়া গ্রামের নুরাজ মিয়া তালুকদারের ছেলে। সোহাগের পরিবারের সদস্যরা জানান, ৫বছর পূর্বে পরিবারের হাল ধরতে সৌদিআরবে পাড়ি জমায় সে। গত ৫ নভেম্বর এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করে।
টাকা জমা দিতে বিলম্ব হওয়া ও বিভিন্ন জটিলতায় এতোদিন সোহাগের মরদেহ দেশে আনা যায়নি। সবশেষে সৌদি আরবে বসবাসরত বাংলাদেশিদের বিশেষ সহযোগীতায় মরদেহ দেশে আনা সম্ভব হয়েছে।
Leave a Reply