ক্রাইম ডেস্কঃ সিরাজগঞ্জে শাহজাদপুর থানা পুলিশের হাত থেকে হ্যান্ডকাপসহ পালিয়ে গেছে মাদক মামলার দুই আসামি ।
শাহজাদপুর আদালত থেকে সিএনজি অটোরিকশায় সিরাজগঞ্জ জেলা কারাগারে নেওয়ার পথে পৌর এলাকায় শনিবার সন্ধ্যায় পুলিশকে ফাঁকি দিয়ে এই দুই আসামি হাওয়া হয়ে যায়।
পলাতক আসামীরা হলেন, শাহজাদপুর পৌর এলাকার দারিয়াপুর মহল্লার মৃত দুলালের ছেলে চান্নু শেখ (২৫) এবং কান্দাপাড়া গ্রামের শহীদ আলী প্রামানিকের ছেলে আতাউর রমহান ওরফে আতা শেখ (৩৪)।
সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের জনসংযোগ কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ হ্যান্ডকাপসহ দুই আসামি পলায়নের সত্যতা স্বীকার করে বলেন, ‘আদালতে জমা দেওয়ার পর সিরাজগঞ্জ জেলা কারাগারে নেওয়ার পথে পুলিশের চোখ ফাঁকি দিয়ে দুই আসামী পালিয়ে যায়। ঘটনার পর থেকে এদেরকে খুঁজছে পুলিশ।’
শাহজাদপুর থানার পরিদর্শক (তদন্ত) রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘মাদক ও চুরিসহ নিয়মিত মামলার ৪ আসামী শাহজাদপুর আমলী আদালতে জমা দেওয়া হয়। সেখান থেকেই দুইজন পালিয়ে গেছে। এখানে আমাদের কি করার আছে। তবে, শোনা যাচ্ছে একজন না-কি এরই মধ্যে আদালতে আত্মসমর্পন করেছে।’
Leave a Reply