সংবাদ শিরোনাম :
১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে হবিগঞ্জে কর্মবিরতি অস্তিত্ব সংকটে পড়েছে হবিগঞ্জের অধিকাংশ নদ নদী শায়েস্তাগঞ্জে মালবাহী ট্রেনের নিচে কাটা পড়ে যুবকের মৃত্যু শ্রীমঙ্গলে ১০ কেজি গাঁজাসহ সুজাতপুরের যুবক আটক নতুন আঙ্গিকে ও নতুন সময়ে একুশে সংবাদ সিলেটি শিক্ষার্থীদের ইংল্যান্ডে পড়তে যেতে হলে যা জানতে হবে ড্রোন ধ্বংস করল ইরান, নিরাপদে আছে ইসফাহানের পারমাণবিক স্থাপনা হাফিজা-দিদার ফাউন্ডেশনের উদ্যোগে দরিদ্র অসহায় লোকের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ নবীগঞ্জে তাহসিন হত্যার প্রধান আসামী মান্না গ্রেফতার পৈলারকান্দির ফেরেঙ্গীটিলা গ্রামে ১৪৪ ধারা অমান্য করে জায়গা দখলের পায়তারা
হার্টে ছিদ্র : ৪ লাখ টাকা হলে বাঁচবে শিশু সানী

হার্টে ছিদ্র : ৪ লাখ টাকা হলে বাঁচবে শিশু সানী

সাত বছর বয়সী শিশু আশরাফুল ইসলাম সানী। হাসি ভরা মুখ। সারাদিন ছুটোছুটি ও খেলাধুলা করে দিন কাটছিলো শিশুটির।

সমবয়সী অন্য শিশুরা যখন ক্লান্তিহীনভাবে খেলাধুলায় মত্ত থাকে, তখন মাঝেমধ্যেই অসুস্থ হয়ে পড়ে শিশু সানী। শ্বাসকষ্ট, বমি বমি ভাব, বুকে ব্যথাসহ নানা উপসর্গ দেখা দেয় তার। ছেলের অসুস্থতা ঘিরে দুশ্চিন্তায় পড়ে যায় দরিদ্র এ পরিবারটি। অসুস্থ ছেলের এমন মুখভরা হাসিতেও এখন মলিন মুখ বাবা-মায়ের। বাবা অটোরিকশা চালক আব্দুল আলী হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ পৌরসভার পূর্ব বাগুনীপাড়া গ্রামের বাসিন্দা  ও মা মঞ্জিলা খাতুন গৃহিণী।

তাদের সঙ্গে আলাপকালে জানা যায়, অসুস্থ হওয়ার পর শুরু হয় কবিরাজি ঝাড়ফুকের চিকিৎসা। কিন্তু রোগ সারার কোনো লক্ষণ না দেখে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষায় হার্টে ছিদ্র ধরা পড়ে শিশুটির। এর জন্য শিশুটির অপারেশন প্রয়োজন। লাগবে প্রায় ৩ থেকে ৪ লাখ টাকা। চিকিৎসকের এমন কথা শুনে ‘থ’ হয়ে যান বাবা-মা। কারণ, এতো টাকার যোগাড় তাদের কাছে আকাশ কুসুম কল্পনা।

সরেজমিন গিয়ে দেখা যায়, প্রায় দুই শতকের জমিতে একটি ঝুপড়ি ঘর। ঘরের বেড়া ভেঙে গেছে। টিনের চাল ফুটো হয়েছে। ঝুঁকিপূর্ণ এ ঘরের বিছানায় সানীকে আঙ্গুর খাওয়াচ্ছেন বাবা-মা। অনেক সময় সানীকে কোলে নিয়ে ঘর থেকে বের হয়ে ঘোরাঘুরি করেন তারা। অপরিচিত লোকজন দেখলেই মুখ লুকায় শিশুটি। সন্তানের এমন অবস্থা দেখে মুখে হাসি নেই বাবা-মায়ের।শায়েস্তাগঞ্জ-হবিগঞ্জ সড়কে অটোরিকশা চালিয়ে সংসার চালাতে গিয়ে হিমসিম খেতে হয় বাবাকে। ধারদেনা ও জমানো টাকা ব্যয় করে শিশুটির চিকিৎসা করাতে গিয়ে এখন নিঃস্ব। বর্তমানে চিকিৎসার অভাবে একমাত্র ছেলের হৃৎপিন্ডের ফুটোর আকার বেড়ে চলেছে। ছেলের সুচিকিৎসা করাতে না পেরে কেঁদে চলেছেন মা।

বাবা জানালেন, জন্মের পর সানী স্বাভাবিকভাবেই বেড়ে উঠছিলো। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ক্রমেই সে অসুস্থ হতে থাকে। কবিরাজ ও স্থানীয় চিকিৎসক দিয়ে দেখানো হয়। রোগ না সারায় হবিগঞ্জে নিয়ে যাওয়া হয়। সেখানে শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার দেখানোর পর পরীক্ষা-নীরিক্ষায় হার্টে ছিদ্র ধরা পড়ে। সিলেট  নিয়ে যাওয়া হয়।  সেখান থেকে পরামর্শ দেওয়া হয় ঢাকায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট অথবা প্রাইভেট হাসপাতালে নিয়ে অপারেশন করানোর জন্য।  এর জন্য প্রয়োজন প্রায় ৩ থেকে ৪ লাখ টাকা। চিকিৎসা না করাতে পারলে হয়তো ছেলেকে বাঁচানো সম্ভব হবে না। তাই সরকার ও সমাজের বিত্তবানদের সহযোগিতা চেয়েছেন তিনি। বীর মুক্তিযোদ্ধার সন্তান প্রতিবেশি সমতা আক্তার বলেন, আব্দুল আলী গ্রাম সম্পর্কে আমার ভাই। ভাইয়ের সন্তানের এমন অবস্থা দেখে কষ্ট পাচ্ছি। তার সুচিকিৎসার জন্য সরকার ও বিত্তবানদের প্রতি আর্থিক অনুদান প্রদানের আহবান জানাই। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজরাতুন নাঈম বলেন, শিশুটির এমন বড় ধরনের রোগে পরিবারটি দিশাহারা হয়ে পড়েছে। দরিদ্র পরিবারটিকে সবার সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া উচিত।

তিনি বলেন, শিশু সানীর সুচিকিৎসার জন্য সরকারিভাবে সমাজসেবার মাধ্যমে ৫০ হাজার টাকা বরাদ্দ প্রদান করা হবে। এছাড়া উপজেলা প্রশাসন থেকেও আপ্রাণ চেষ্টা করা হবে আর্থিকভাবে সহায়তা করার। চিকিৎসা সহযোগিতার জন্য এই নম্বরে ০১৭৫৬-৮৬১৪৩২  যোগাযোগ করার আহ্বান জানান শিশু সানীর বাবা আব্দুল আলী।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com