লোকালয় ডেস্কঃ বাস্তবে এমন দৃশ্য দেখা যায় না। তবে সিনেমায় হরহামেশাই এমন দৃশ্য বহুবার দেখা মেলে। আবারও সেই ছবি ধরা পড়ল ভারতের উত্তর প্রদেশে।
চটুল গানের সাথে নাচছেন কয়েকজন নারী। আর কাঁধে বন্দুক নিয়ে তাদের উদ্দেশ্যে টাকা উড়াচ্ছেন দুই কর্তব্যরত পুলিশ সদস্য।
উত্তর প্রদেশের উন্নাওয়ে দুই পুলিশ সদস্য এই কীর্তির সেই ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। শুরু হয়েছে সমালোচনা। এর পরেই নড়েচড়ে বসেন পুলিশ কর্মকর্তারা। তড়িঘড়ি করে অভিযুক্ত এসআই এবং কনস্টেবলকে বরখাস্ত এবং তদন্ত শুরু করা হয়েছে।
জানা গেছে, প্রতি বছরই উন্নাওয়ে ‘উরস উৎসব’ পালিত হয়। বিভিন্ন অনুষ্ঠানেরও আয়োজন হয়। সেখানে হিন্দু-মুসলিম সব ধর্মের মানুষই আসেন। ওই অনুষ্ঠানে নিরাপত্তার দায়িত্বে ছিলেন অভিযুক্ত পুলিশ সদস্যরা। কিন্তু মানুষকে নিরাপত্তা দেওয়ার কথা ভুলে গিয়ে নিজেরাই ফূর্তিতে মেতে ওঠেন। যার জেরে এখন যথেষ্টই বেকায়দায় তারা।
Leave a Reply