স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর হাসপাতালে দালালদের উপদ্রব আবারও বৃদ্ধি পেয়েছে। গ্রামগঞ্জ থেকে আসা মাত্রই রোগীরা দালালের খপ্পরে পড়ে নিঃস্ব হয়ে যাচ্ছেন। অভিযোগ রয়েছে, হাসপাতালের অসাধু কিছু কর্মচারীরা তাদের সহযোগিতা করে আসছে। এদের কারণে পুলিশ বারবার অভিযান চালিয়েও দালালদের দমন করতে পারছে না। গতকাল রবিবার দুপুরে সদর হাসপাতালের প্রধান ফটকে রোগীর চিকিৎসাপত্র নিয়ে শাকিল মিয়া ও নিরব বিশ^াস নামের দুই দালালের বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে একজন আরেকজনের ওপর হামলা চালায়। অবস্থা বেগতিক দেখে রোগী দালালের হাত থেকে বাঁচার জন্য সটকে পড়ে। খবর পেয়ে সদর থানার এএসআই শিবলু মজুমদারের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে এসে দুই দালালকে আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে শাকিল ও নিরব বিশ^াসকে কোর্টের মাধ্যমে কারাগারে প্রেরণ করে। আটক নিরব অনন্তপুরের বাসিন্দা ও শাকিল বহুলা গ্রামের বাসিন্দা। ওসি গোলাম মর্তুজা জানান, দীর্ঘদিন ধরে একটি চক্র দালালী করে আসছে। হাসপাতাল কর্তৃপক্ষ তাদেরকে অভিযোগ করেন। ইতোপূর্বেও দালাল আটক করা হয়েছে। বর্তমানেও অভিযান চলবে।
Leave a Reply