সংবাদ শিরোনাম :
হবিগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়া উদ্দিন আর নেই

হবিগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়া উদ্দিন আর নেই

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জিয়া উদ্দিন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। শনিবার (২২ অক্টোবর) সকাল পৌনে ৯টার দিকে হবিগঞ্জ সদর হাসপাতালে মারা যান তিনি। এর আগে সকাল ৮টার দিকে শহরের মোহনপুরস্থ বাসায় হৃদরোগে আক্রান্ত হন।
তার জানাজার নামাজ দুপুর ২.১৫ মিনিটের সময় জেলা শহরের মোহনপুর জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জানাজা মরহুমের গ্রামের বাড়ি মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের আহম্মদপুরে। সেখানে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মরহুমের পারিবারিক সূত্রে জানা যায়, শিক্ষা অফিসার জিয়া উদ্দিন শিক্ষা জীবন শেষ করে বান্দরবান জেলায় শিক্ষা অফিসার হিসেবে সরকারি চাকুরিতে যোগদান করেন। পরবর্তীতে বদলি হয়ে সুনামগঞ্জ, সেখান থেকে মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলা, হবিগঞ্জের বাহুবল উপজেলা এবং সর্বশেষ হবিগঞ্জ সদর উপজেলায় দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com