স্টাফ রিপোর্টার : হবিগঞ্জ সদর উপজেলার জয়নগর গ্রামে সাইফুল ইসলাম (৭) নামের এক শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। কেউ বলছে পানিতে ডুবে মারা গেছে, আবার কেউ বলছে স্ট্রোক করে মারা গেছে। এ নিয়ে ধুম্রজাল সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে ময়নাতদন্তের পর মৃত্যুর কারন জানা যাবে। সে ওই গ্রামের মিয়াধন মিয়ার পুত্র। গত রবিবার রাত ৮টার দিকে তাকে বাড়ির নিকট পুকুরের পাশে পড়ে থাকতে দেখে লোকজন তাকে সদর হাসপাতালে নিয়ে এলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। সদর থানা পুলিশ লাশের সুরতহাল করে মর্গে প্রেরণ করে। তবে মৃত্যুর কারণ জানা যায়নি।
Leave a Reply