হবিগঞ্জ বিএনপিতে গ্রুপিং, একাদশ নির্বাচনে প্রভাব পড়তে পারে

হবিগঞ্জ বিএনপিতে গ্রুপিং, একাদশ নির্বাচনে প্রভাব পড়তে পারে

হবিগঞ্জ বিএনপিতে গ্রুপিং, একাদশ নির্বাচনে প্রভাব পড়তে পারে
হবিগঞ্জ বিএনপিতে গ্রুপিং, একাদশ নির্বাচনে প্রভাব পড়তে পারে

মীর কাদির, হবিগঞ্জ অফিসঃ হবিগঞ্জ জেলা বিএনপিতে ‍গ্রুপিং জাতীয় নির্বাচনে প্রভাব পড়বে । হবিগঞ্জ জেলা বিএনপি শক্তিশালী একটি দল হলেও ‍গ্রুপিংয়ের কারনে দুর্বল হয়ে পড়েছে । দীর্ঘদিন যাবত কয়েক ভাগে বিভক্ত হয়ে আছে । যার ফলে হবিগঞ্জের বিএনপি শক্তহাতে তাদের রাজনৈতিক কর্মসূচি পালন করতে হিমশিম খাচ্ছে । সচেতন মহলসহ সাধারন মানুষের মুখে প্রায় সময়েই বিএনপির কোন্দল আগামী জাতীয় নির্বাচনে মারাত্বকভাবে ধাক্কা খাওয়ার সম্ভাবনা রয়েছে বলে আশংকা করা হচ্ছে । সচেতন মহল ও সাধারন মানুষজন মনে করেন হবিগঞ্জ জেলা বিএনপি মনোমালিন্য অবসান করা জরুরী। ভেদাভেদ ভুলে পূর্বের ন্যায় একান্তে দলের কর্মসূচি পালন করলে আন্দোলন ও আগামী সফলতা আসতে পারে । আগামী একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোসহ সংশ্লিষ্ঠ সকল মহলই এখন সক্রিয় । নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে নিজ-নিজ রাজনৈতিক সমীকরনে গন্তব্যে পৌছাতে সবাই বহুমুখী তৎপরতা জোরদার করছেন । ক্ষমতাসীনদের চিন্তা টানা তৃতীয় মেয়াদে সরকারের ধারাবাহিকতা ধরে রাখা । আর তাদের প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপি চাচ্ছে সরকারের পরিবর্তন ঘটাতে । আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল ও বিএনপির নেতৃত্বাধীন ২০ দলের বাইরের উল্লেখযোগ্য সংখ্যক দল ভোটের রাজনীতিতে নিজেদের গুরুত্বপুর্ন করে তোলার চেষ্টা করছে । এসব দল-জোটের ভেতরেও রয়েছে আবার স্ব-স্ব হিসাব-নিকাশ বা চিন্তা-ভাবনা । সবমিলিয়ে নির্বাচনকে কেন্দ্র করে বহুমাত্রিক তৎপরতা ক্রমশ অদৃশ্যমান হতে শুরু করেছে । আর সকল মহলের এসব বহুধা সক্রিয়-তৎপরতা উত্তপ্ত করে তুলতে পারে নির্বাচনকালীন সময়কে । এ দিকে হবিগঞ্জ জেলা বিএনপিতে কয়েকভাগে বিভক্তির কারনে জাতীয় নির্বাচনে মারা্ত্বক ধাক্কা খেতে পারে দলটি । সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটি মামলায় কারাগারে আবদ্ধে থাকার আগে ও পরে দলীয় অনেক কর্মসুর্চী ভিন্নভাগে হবিগঞ্জে পালন করলে ও জেলা বিএনপির সভাপতি সৈয়দ মোঃ ফয়সলকে দেখা যায়নি সাধারন সম্পাদক কেন্দ্রীয় সমবায়ক বিষয়ক সম্পাদক তিনবারের মেয়র আলহাজ্ব জি কে গউছের নেতৃত্বাধীন দল জোরে -শোরে পালন করলেও অন্যান্য দিকে জেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক ডাঃ আহমদুর রহমান আবদাল, আমিনুর রশিদ এমরান ও সাবেক ছাত্রদলের সভাপতি মহিবুর ইসলাম শাহীনের নেতৃত্বাধীন এক গ্রুপ। জেলা বিএপির সাংগঠনিক সম্পাদক এডঃ এনামুল হক সেলিম ও আব্দুল মন্নান নেতৃত্বাধীন একটি গ্রুপ এবং বিএপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সক্রিয়তা কম থাকায়  । হবিগঞ্জে একটি শক্তিশালী দল হলেও কোন্দলের কারনে দুর্বল হয়ে পড়েছে। এতে দলীয় কর্মসূচি পালন করতে হিমশিম খেতে হচ্ছে। হবিগঞ্জ জেলা্র সর্বত্র সাধারন মানুষ ও সচেতন মহলে আলোচনার ঝড় বইছে । এখন কোন্দল নিরসন হওয়ার দরকার না হলে একাদশ নির্বাচনে এর প্রভাব পড়তে পারে বলে অভিমত ব্যক্ত করেছেন অনেকেই ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com