সংবাদ শিরোনাম :
১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে হবিগঞ্জে কর্মবিরতি অস্তিত্ব সংকটে পড়েছে হবিগঞ্জের অধিকাংশ নদ নদী শায়েস্তাগঞ্জে মালবাহী ট্রেনের নিচে কাটা পড়ে যুবকের মৃত্যু শ্রীমঙ্গলে ১০ কেজি গাঁজাসহ সুজাতপুরের যুবক আটক নতুন আঙ্গিকে ও নতুন সময়ে একুশে সংবাদ সিলেটি শিক্ষার্থীদের ইংল্যান্ডে পড়তে যেতে হলে যা জানতে হবে ড্রোন ধ্বংস করল ইরান, নিরাপদে আছে ইসফাহানের পারমাণবিক স্থাপনা হাফিজা-দিদার ফাউন্ডেশনের উদ্যোগে দরিদ্র অসহায় লোকের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ নবীগঞ্জে তাহসিন হত্যার প্রধান আসামী মান্না গ্রেফতার পৈলারকান্দির ফেরেঙ্গীটিলা গ্রামে ১৪৪ ধারা অমান্য করে জায়গা দখলের পায়তারা
হবিগঞ্জ পৌরসভার প্রস্তাবিত উন্নয়ন প্রকল্প প্রধানমন্ত্রীর কাছে নিয়ে যাবো- পরিকল্পনা মন্ত্রী এম এ ঙ৮মান্নান আওয়ামীলীগের প্রতি মানুষের বিশ্বাস আরো বেড়েছে- এমপি আবু জাহির ৫০ কোটি টাকার লিখিত উন্নয়ন প্রকল্প শীঘ্রই দাখিল করবো-মেয়র আতাউর রহমান সেলিম

হবিগঞ্জ পৌরসভার প্রস্তাবিত উন্নয়ন প্রকল্প প্রধানমন্ত্রীর কাছে নিয়ে যাবো- পরিকল্পনা মন্ত্রী এম এ ঙ৮মান্নান আওয়ামীলীগের প্রতি মানুষের বিশ্বাস আরো বেড়েছে- এমপি আবু জাহির ৫০ কোটি টাকার লিখিত উন্নয়ন প্রকল্প শীঘ্রই দাখিল করবো-মেয়র আতাউর রহমান সেলিম

স্টাফ রিপোর্টার : হবিগঞ্জ পৌরসভার উন্নয়নে প্রস্তাবিত প্রকল্প অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ করবেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। হবিগঞ্জ পৌরসভা আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, ‘হবিগঞ্জ পৌরসভার উন্নয়নের জন্য আপনারা ৫০ কোটি টাকার একটি প্রকল্প তৈরী করে নিয়ে আসুন, আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে নিয়ে যাবো। আমার বিশ্বাস যে আমরা অনুমোদন করাতে পারবো।’
পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন ‘উন্নয়নের জন্য শান্তির প্রয়োজন। উন্নয়নের জন্য স্থিতিশীলতার প্রয়োজন। যার দেশের শান্তি শৃংখলা নসাৎ করতে চায়, যারা উন্নয়নের পথে বাধা সৃষ্টি করতে চায় তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাড়াতে হবে’।
বিশেষ অতিথির বক্তব্যে সংসদ সদস্য আবু জাহির বলেন,‘ একটি বড় প্রকল্পের মাঝে ইতিমধ্যে হবিগঞ্জ পৌরসভা অন্তর্র্ভূক্ত রয়েছে। তার বাইরেও যদি ৫০ কোটি টাকার একটি প্রকল্প মাননীয় পরিকল্পনা মন্ত্রীর মাধ্যমে হবিগঞ্জ পৌরসভায় নিয়ে আসা যায় তাহলে পৌরসভার রাস্তা-ঘাট ইত্যাদি ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন সম্ভব হবে।’ তিনি বলেন,‘ অতীতেও হবিগঞ্জের মানুষ আওয়ামীলীগের প্রতি সমর্থন দিয়েছে, বর্তমানে আওয়ামীলীগের প্রতি হবিগঞ্জের মানুষের বিশ্বাস আরো বেড়েছে। কারণ মানুষ ফাঁকা বুলি শুনতে চায় না। মানুষ উন্নয়ন চায়।’
সভাপতির বক্তব্যে হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম বলেন, ‘আন্তর্জাতিক কঠিন পরিস্থিতির মাঝেও আপনাকে হবিগঞ্জ পৌরসভায় দাওয়াত করে এনেছি। আপনার মাধ্যমে এবং সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহিরের সুপারিশে যদি আমরা একটি উন্নয়ন প্রকল্প পাই তবে হবিগঞ্জ পৌরবাসী উপকৃত হবে।’ তিনি বলেন, ‘হবিগঞ্জের সিডিসি সদস্য ভূক্ত মহিলা নতুন প্রকল্পের দিকে তাকিয়ে আছেন। মাননীয় মন্ত্রীর মাধ্যমে যদি দারিদ্র দুরীকরণ বিষয়ক কোন প্রকল্প আমরা পাই তবে প্রকৃত অর্থেই দরিদ্র মানুষের কাজে আসবে।’ মেয়র বলেন,‘আমরা শীঘ্রই লিখিত আকারে হবিগঞ্জ পৌরসভার উন্নয়ন কাজের প্রস্তাবিত প্রকল্প মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে পেশ করবো।’
হবিগঞ্জ পৌরসভার নাগরিক সমাবেশ পৌরভবন প্রাঙ্গণে শনিবার বিকেল ৩ টায় মেয়র আতাউর রহমান সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। বিশেষ অতিথি হিসেব বক্তব্য রাখেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির, হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনেওয়াজ মিলাদ, ভারপ্রাপ্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, বৃন্দাবন সরকারী কলেজের অধ্যক্ষ ইলিয়াছ বখত চৌধুরী জালাল ও হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী। আমন্ত্রিত অতিথির মাঝে বক্তব্য রাখেন জাতীয় পার্টি কেন্দ্রীয় নেতা শংকর পাল, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ হবিগঞ্জ শাখার সভাপতি জগদীশ চন্দ্র মোদক প্রমূখ।
নাগরিক সমাবেশে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) রফিকুল আলম, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি এডভোকেট সিরাজুল হক চৌধুরী, পিপি এডভোকেট আফিল উদ্দিন, সজিব আলী, ডাঃ অসিত রঞ্জন দাশ, হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রীর সভাপতি মিজানুর রহমান শামীম, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট সালেহ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মোছাব্বির বকুল, জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট নলীনি কান্ত রায় নিরু প্রমুখ। স্বাগত বক্তব্য দেন পৌরসভার প্যানেল মেয়র-১, কাউন্সিলর মোঃ জাহির উদ্দিন। সভায় উপস্থাপনা করেন, প্যানেল মেয়র-২, কাউন্সিলর গৌতম কুমার রায়। কাউন্সিলরদের মাঝে আরো উপস্থিত ছিলেন, পান্না কুমার শীল, মোহাম্মদ জুনায়েদ মিয়া, টিপু আহমেদ, শাহ সালাউদ্দিন আহাম্মদ টিটু, আলাউদ্দিন কুদ্দুছ, প্রিয়াংকা সরকার ও শেখ সুমা জামান। সভায় প্রধান অতিথির হাতে ক্রেস্ট তুলে দেন মেয়র আতাউর রহমান সেলিম।#

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com