স্টাফ রিপোর্টার : হবিগঞ্জ পৌরসভার করমেলায় ৩৬ লাখ ১১ হাজার ৩৮৭ টাকা পানির বিল ও পৌরকর আদায় হয়েছে। এর মধ্যে ৩৪ লাখ ২৪ হাজার ৮ শ ৮৭ টাকা পৌরকর। বাকী ১ লাখ ৮৬ হাজার ৫ শ টাকা পানির বিল। গত মঙ্গলবার হবিগঞ্জ পৌরসভা কার্যালয়ে শুরু হয় ৩ দিনব্যাপী পানির বিল ও পৌরকর মেলা। কর প্রদান পদ্ধতি সহজীকরণ এবং কর প্রদানে পৌরবাসীকে উৎসাহিত করতে হবিগঞ্জ পৌরসভা এ মেলার আয়োজন করে। মেলায় করদাতাগণ পৌরকরের চলতি কিস্তিতে ১০ শতাংশ রিবেটের সুযোগ পান। সাথে সাথে পানির বিলের ক্ষেত্রে বিনা সারচার্জ বিল পরিশোধেরও সুযোগ পান। মেলায় করদাতাগণকে সম্মাননা সনদ প্রদান করা হয়।
Leave a Reply