স্টাফ রিপোর্র্টার : হবিগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ডা. মুশফিক হুসেন চৌধুরী ঘোড়া প্রতীকে ৯৬১ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। সোমবার বিকেল ৫ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে ডা. মুশফিক হুসেন চৌধুরীকে বেসরকারী ভাবে বিজয়ী ঘোষণা করেন হবিগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ইশরাত জাহান। তার নিকটতম প্রতিদ্ধন্ধি জেলা জাতীয় পার্টির সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট মোল্লা আবু নঈম মো. শিবলী খায়ের আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৭৭ ভোট। এছাড়াও অপর প্রার্থী কৃষক শ্রমিক জনতা লীগ হবিগঞ্জের সাধারণ সম্পাদক এডভোকেট নূরুল হক চশমা প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৪৩টি। এবারের নির্বাচনে মোট ১১শত ৪টি ভোটের মধ্যে কাস্টিং হয়েছে ১ হাজার ৮১টি। মোট বৈধ ভোটের সংখ্যা ১ হাজার ৮১টি। বাতিল ভোটের সংখ্যা ৪টি। সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ১ হাজার ৮৫টি। প্রসঙ্গত, গত দুই মেয়াদে হবিগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়নি। বিনাপ্রতিদ্ধন্ধিতায় নির্বাচিত হয়েছিলেন আওয়ামী লীগের প্রার্থী ডা. মুশফিক হুসেন চৌধুরী। এবারের জেলা পরিষদ নির্বাচনে হবিগঞ্জ জেলার ৯টি উপজেলাকে ৯টি ওয়ার্ডে বিভক্ত করা হয়েছে। ৯টি জেলার ৭৮টি ইউনিয়ন, ৫টি পৌরসভা ও ৯টি উপজেলা পরিষদের ১১শত ৪ জন ভোটার ছিলেন। এর মধ্যে ১ হাজার ৮৫ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর পুর্বে সকাল ৯ টা থেকে দুপুর ২টা পর্যন্ত একটানা ভোট গ্রহন অনুষ্ঠিত হয় ইভিএম পদ্ধতিতে। কোথাও কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
Leave a Reply