স্টাফ রিপোর্টার ॥ শীত আসার সাথে সাথেই হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে ত্রাণ সামগ্রী এসেছে। গতকাল সোমবার সকালে ১০টি কাভার্ড ভ্যান দিয়ে শীতবস্ত্র, কম্বল হবিগঞ্জে এসে পৌঁছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে গরিব ও দুঃস্থদের মাঝে এগুলো প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বিতরণ করার জন্য দেয়া হয়েছে। প্রতিবছরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেলায় জেলায় গরিব ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। গতকাল সরেজমিনে রেডক্রিসেন্ট এলাকায় গিয়ে দেখা যায়, কাভার্ড ভ্যান থেকে শীতবস্ত্র বিভিন্ন উপজেলায় নিয়ে যাওয়া হচ্ছে। তবে প্রশাসনের পক্ষ থেকে আশা করা হচ্ছে এ বছর পর্যাপ্ত পরিমাণ শীতবস্ত্র পাবেন অসহায় ও দুঃস্থরা। তবে অনেকেই জানান, নেতাকর্মী কিংবা জনপ্রতিনিধিরা এসব শীতবস্ত্র বিতরণ করলে প্রকৃত দুঃস্থরা পান না। যদি প্রশাসনের পক্ষ থেকে তালিকা করে এসব দেয়া হয় তবে প্রকৃতরাই হবে।
Leave a Reply