লোকালয় ডেস্কঃ হবিগঞ্জ সদর উপজেলার ভাদৈ আইডিয়াল স্কুলের ৮ম শ্রেণীর ছাত্র আরিফুল ইসলাম (১৩) কে মধ্যপুযোগী কায়দায় নির্যাতন করেছে এক ব্যক্তি। গুরুতর আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ওই স্কুলের শিক্ষার্থীরা ফুঁসে উঠেছে। সে পশ্চিম ভাদৈ গ্রামের আশিক মিয়ার পুত্র।
আহত সূত্রে জানা যায়, একই গ্রামের নিম্বর আলীর পুত্র জালাল মিয়ার সাথে আশিক মিয়ার বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। এর জের ধরে গত সোমবার স্কুল ছুটির পর ভাঙ্গারপুল এলাকায় রাস্তায় আরিফুলকে একা পেয়ে জালালসহ তার লোকজন তাকে গাঁছের সাথে বেধে লাঠি দিয়ে বেধড়ক মারপিট করে। এতে সে আহত হয়।
Leave a Reply