শুক্রবার (২৭ এপ্রিল) রাত ৯টার সময় শহরের অনন্তপুর আবাসিক এলাকায় গুপন সংবাদের ভিত্তিতে একটি বাসার ভেতরে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মোঃ সুহেল মিয়া ও তার সহযোগী বাছির মিয়াকে আটক করে পুুুলিশ। এসময় তাদের দেহ তল্লাশী করে সুহেলের প্যান্টের পকেট থেকে ১০০ পিস এবং তার সহযোগী বাছিরের শার্টের পকেট থেকে ৩০ পিস ইয়াবা টেবলেট উদ্ধার করা হয়।
আটককৃতরা হলঃ অনন্তপুর এলাকার জমির উদ্দিনের ছেলে সুহেল মিয়া (৩৬) ও গোপায়া ইউনিয়ন ১নং ওয়ার্ড বড় বহুলা এলাকার আব্দুল হামিদের ছেলে বাছির মিয়া (২২)।
আটক দুই ব্যাক্তির কাছে উল্লেখিত পরিমাণ মাদকসহ বিক্রয়ের অভিযোগে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর হবিগঞ্জ এর উপ পরিচালক সিদ্দিকুর রহমান বাদী হয়ে একটি মাদক মামলা দায়ের করেন। পরে আটক দুইজনকে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করে দেয়া হয়।
Leave a Reply