লোকালয় ডেস্কঃ ছাত্রলীগ ও পুলিশের বাধায় হবিগঞ্জে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের মানববন্ধন পণ্ড হয়েছে। বুধবার বেলা ১১টায় হবিগঞ্জের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে টাউন হলের সামনে এ মানববন্ধন শান্তিপূর্ণভাবে শুরু হয়।
কিন্তু এক পর্যায়ে ছাত্রলীগ ও পুলিশ এসে তাদের বাধা দিলে শিক্ষার্থীদের সঙ্গে বাকবিতণ্ডা হয়। এ সময় শিক্ষার্থীদের ধাওয়া দিলে তারা ছত্রভঙ্গ হয়ে যায়।
মানববন্ধন চলাকালে শিক্ষার্থীরা কোটা সংস্কারের জন্য নানা স্লোগান দেয়। তাদের হাতে শোভা পায় বিভিন্ন প্লেকার্ড। মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা অংশ নেয়।
Leave a Reply