হবিগঞ্জে বয়ানে বয়ানে জনসচেতনতা কর্মসূচির উদ্বোধন পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা
মোঃ সনজব আলীঃ হবিগঞ্জ আনুষ্ঠানিক ভাবে বয়ানে বয়ানে জনসচেতনতা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। আজ দুপুরে পুলিশ লাইনস্ প্রাঙ্গণে জেলার আলেমদের সাথে এক মতবিনিময় সভায় এ কর্মসূচির উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা বিপিএল পিপিএম। বক্তারা বলেন, ইসলাম শান্তির ধর্ম। পবিত্র কোরআন ও বিভিন্ন হাদিসে মানুষের পরিপূর্ণ জীবন ব্যবস্থা সম্পর্কে আলোকপাত করা হয়েছে। এসব বিধান সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে আলেমদের ভূমিকা
গুরুত্বপূর্ণ। সভায় উপস্থিত আলেমগণ বিভিন্ন মাহফিলে কোরআন-সুন্নাহ’র আলোকে সমাজকে অপরাধমুক্ত রাখতে বয়ান প্রদানের ঘোষণা দেন। সভায় জেলার ৭৫ জন আলেম ছাড়াও পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনেক সাংবাদিকবৃন্দ।
কপিরাইট © 2017 Lokaloy24
Leave a Reply