হবিগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষের ঘটনায় ২ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। বুধবার দুপুরে সদর থানায় মামলাটি দায়ের করেন এসআই হাসানুজ্জামান। এ ঘটনায় এখনও পর্যন্ত ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। তারা হচ্ছেন- শহরতলীর আলমপুর গ্রামের কাজল মিয়া, শহরের শায়েস্তানগর এলাকার ফারুক মিয়া, সদর উপজেলার গোপায়া গ্রামের মো. তাহের ও শান্তিসাহা গ্রামের মো. আমজাদ।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াছিনুল হক জানান, পুলিশের উপর হামলা ও সরকারি কাজে বাঁধা দেয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে এ মামলাটি দায়ের করা হয়েছে। আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
জানা গেছে, মঙ্গলবার কেন্দ্রীয় কর্মসূচী অনুযায়ী শহরে জেলা বিএনপি বিক্ষোভ মিছিল বের করতে চাইলে পুলিশ বাঁধা দেয়। এ নিয়ে পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের মাঝে সংঘর্ষ হয়। এতে ৩০ জন গুলিবিদ্ধ ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পৌর মেয়র জি কে গউছসহ অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন। এতে আহত হয় ৩ পুলিশ সদস্যও। ঘটনার পর থেকে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে উল্লেখিতদের গ্রেফতার করে।
এ ঘটনায় বুধবার পুলিশ বাদি হয়ে জেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী, শ্রমিক দল সভাপতি ইসলাম তরফদার তনু, যুবদল সভাপতি আজিজুর রহমান কাজল, সাধারণ সম্পাদক মিয়া মো. ইলিয়াছ, ছাত্রদল সভাপতি এমদাদুল ইসলাম ইমরান, সাধারণ সম্পাদক রুবেল চৌধুরীসহ মোট ৮৯ জনের নাম উল্লেখ করে দুই শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করে। এদিকে গ্রেফতার আতংকে আত্মগোপন করেছেন বিএনপি নেতাকর্মীরা।
Leave a Reply