সংবাদ শিরোনাম :
হবিগঞ্জে পাহাড়ি ঢলে ধসে পড়েছে পুরনো মহাসড়কের রাস্তা

হবিগঞ্জে পাহাড়ি ঢলে ধসে পড়েছে পুরনো মহাসড়কের রাস্তা

হবিগঞ্জে পাহাড়ি ঢলে ধসে পড়েছে পুরনো মহাসড়কের রাস্তা
হবিগঞ্জে পাহাড়ি ঢলে ধসে পড়েছে পুরনো মহাসড়কের রাস্তা

লোকালয় ডেস্কঃ না বৃষ্টি ও পাহাড়ি ঢলে হবিগঞ্জের চুনারুঘাটে পুরনো ঢাকা-সিলেট মহাসড়ক ধসে পড়েছে। এ কারণে ঝুঁকি নিয়ে ওই সড়কে চলাচল করছে যানবাহন। স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। সড়ক বিভাগ জরুরি ভিত্তিতে ধসে পড়া স্থানে মেরামত কাজ শুরু করেছে।
চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার মঈন উদ্দিন ইকবাল বলেন, ‘ঢাকা-সিলেট পুরনো সড়কের চুনারুঘাট উপজেলার চন্দ্রি ব্রিজের কাছে রামগঙ্গা এলাকায় শনিবার রাতে সড়ক ধসে পড়ে। বিষয়টি জানার সঙ্গে সঙ্গে সড়ক বিভাগের কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সংস্কারের উদ্যোগ নেই।’
তিনি আরও বলেন, ‘ধসে পড়া স্থানে বালুর ব্যাগ দিয়ে সংস্কার করা হচ্ছে। পাহাড়ি ঢল ও অতিবৃষ্টির কারনেই সড়ক ধসে পড়েছে। ’
চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর বলেন, ‘সড়কটি ধসের খবর পেয়ে রবিবার দুপুরে সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে কর্তৃপক্ষকে মেরামতের জন্য বলেছি।’
তিনি আরও বলেন, ‘ইতোমধ্যে সড়ক বিভাগ ওই স্থানে মেরামতের উদ্যোগ নিয়েছে।’
হবিগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম বলেন, ‘ধসে পড়া স্থানে সড়ক বিভাগের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে জিও ব্যাগ ফেলে মেরামত করা হচ্ছে। পর্যায়ক্রমে ধসে পড়া স্থানে উন্নতমানের কংক্রিটের গাইডওয়াল তৈরি করা হবে।’
স্থানীয়দের দাবি, ধসে পড়ার রাস্তার পাশে একটি ছড়া রয়েছে। সেই ছড়া থেকে এক শ্রেণির অসাধু ব্যবসায়ীরা অতিরিক্ত বালু উত্তোলন করেছে। যার কারণে সড়ক ধসে পড়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com