লোকালয় ডেস্কঃ হবিগঞ্জ শহরের উত্তর শ্যামলী এলাকায় পাঁচজনকে কুপিয়েছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার রাত সাড়ে ১২ টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
হবিগঞ্জ সদর থানার ওসি মাসুক আলী জানান, ওই এলাকার ছাত্রলীগ নেতা নোমানসহ তার চার বন্ধু শহর থেকে বাসায় ফেরার পথে বাগানবাড়ি এলাকায় পৌঁছলে আগে থেকে উৎপেতে থাকা একদল দুর্বৃত্ত তাদেরকে গতিরোধ করে কুপাতে থাকে। পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে তারা পালিয়ে যায়।
আহতরা হলেন, শহরের উত্তর শ্যামলী এলাকার বাসিন্দা হিরা মিয়ার ছেলে নোমান মিয়া, একই এলাকার ফয়সল, তারেক আহমেদ, সৈয়দ আহমেদ ও মিজানুর রহমান।
ওসি আরো জানান, এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।
কপিরাইট © 2017 Lokaloy24
Leave a Reply